স্বামী বিবেকানন্দের বাণী | Swami Vivekananda Quotes in Bengali

Swami Vivekananda Bani – মহান সন্ন্যাসী ও দার্শনিক স্বামী বিবেকানন্দ ১৮৬৩ সালে ১২ জনুয়ারী ভারতের পবিত্র ভূমিতে জন্মগ্রহন করেন। তিনি ছিলেন একজন দার্শনিক ও ভারতীয় সংস্কৃতির প্রচারক। স্বামী বিবেকানন্দের সমাজ কল্যাণ মূলক কাজের জন্য আমাদের দেশে তো জনপ্রিয় ছিল তবে ১৮৯৩ সালে তিনি আমেরিকার শিকাগো শহরে আয়োজিত একটি ধর্মীয় মহাসভার উৎকৃষ্ট বক্তিতার পর থেকেই তিনি পাশ্চাত্যের বিভিন্ন দেশগুলিতে জনপ্রিয়তা লাভ করেন।

Vivekananda Quotes Bangla – এছাড়া স্বামীজী ছিলেন যুবসমাজের জন্য এক আদর্শ ও প্রেরণার স্রোত। তিনি যুবকদের ভিতরের শক্তিকে জাগিয়ে তুলতে উৎসাহিত করেছেন যা আমরা স্বামী বিবেকানদের বাণী (vivekanander bani) পড়লে যাতে পারি। তাছাড়া স্বামী বিবেকানন্দ তার একধিক বক্তৃতা ও জীবন দর্শনে শিক্ষা, কর্ম ,জীবন , সত্য , বিশ্বাস ইত্যাদি সম্পর্কে বিবেকানন্দ অনুপ্রেরণামূলক বাণী ও উপদেশ দিয়েছেন যা প্রত্যেক ব্যক্তিকে অন্তত একবার হলেও পড়া অবশই দরকার।

Swami Vivekananda Bani – এইবার আমরা স্বামী বিবেকানন্দের বিখ্যাত অনুপ্রেরণামূলক বাণী ও উক্তি দিয়ে শুরুই করে একে একে শিক্ষা, কর্ম , সত্য, বিশ্বাস সম্পর্কে অনুপ্রেরণামূলক বাণী সংগ্রহ ব্যাপারে জানবো।

বিবেকানন্দের বাণীর ছবি | Swami Vivekananda Quotes Bengali

স্বামী বিবেকানন্দের বিখ্যাত বাণী ও উক্তির সংগ্রহ

"জীবে প্রেম করে যেই জন,
সেই জন সেবিছে ঈশ্বর!"
-স্বামী বিবেকানন্দ
Swami Vivekananda Bani, Jibe Prem Kore Jei Jon Sei Jon Sebiche Ishwar
"ওঠো, জাগো এবং লক্ষ্যে না
পৌঁছানো পর্যন্ত থেমো না।
- স্বামী বিবেকানন্দ
Swami Vivekananda Quotes in Bengali Medium
"কারও জন্য অপেক্ষা করাে না,
যা তুমি করতে পারাে
তা দিয়েই শুরু করাে।"
- স্বামী বিবেকানন্দ

স্বামীজীর বাণী ও উক্তি

"ইচ্ছাশক্তিই জগৎ কে পরিচালিত করে থাকে।"
"একটি লক্ষ্য গ্রহন কর এবং সেই
লক্ষ্যের উপর নিজের ধ্যান-জ্ঞান
চিন্তা ধারাকে উৎসর্গ কর।"
- স্বামী বিবেকানন্দ

Swami Vivekananda Quotes in Bengali With Images

স্বামী বিবেকানন্দের বাণী, Bengali Quotes By Swami Vivekananda

Swami Vivekananda Bani on Believe – স্বামীজীর উক্তি

"নিজের ওপর বিশ্বাস রাখো
তোমার দ্বারাই সব সম্ভব
জগতে এমন কিছু নেই
যা তুমি পারবে না।
এই সংকল্প নিয়ে এগিয়ে যাও
তুমি সাফল্য পাবেই।"-স্বামীজী
Swami Vivekananda Bani Bangla, Biswas Rahko Tomar Darai Hobe
"আমি বিশ্বাস করি যে কেউ কিছু
পাওয়ার উপযুক্ত হলে
জগতের কোন শক্তিই তাকে
বঞ্চিত করতে পারে না। "

Famous Bengali Quotes By Swami Vivekananda

স্বামীজীর বাণী, Swami Vivekananda Bani in Bangla Medium
"যে সমস্ত জ্ঞান তােমায় শক্তিশালী
মজবুত করে তাকে গ্রহণ করাে এবং
যে বিচার ও জ্ঞান তােমায় দুর্বল করে
দেয় তাকে দূর করা দরকার।"
- স্বামী বিবেকানন্দ
Swami Vivekananda Bani for Youth in Bengali

বিবেক বাণী, Swami Vivekananda Bangla Quotes

"যদি কোনদিন আপনার চলার পথে
কোনো সমস্যা না আসে,
তাহলে আপনি নিশ্চিত হতে পারেন
যে আপনি ভুল পথে হাটছেন।"
বিবেকানন্দের উক্তি, Bangla Bani By Swami Vivekananda
"একদিনে বা একবছরে সফলতার আশা
করো না, সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে রাখাে।"
Swami Vivekananda Motivational Quotes in Bengali
'ভয় ও অপূর্ণ ইচ্ছাই আমাদের
দুঃখের প্রধান কারণ।'- স্বামীজী

বিবেকানন্দের বাণী ও উক্তি

"পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা কর
তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম।"
Swami Vivekananda Bani
"আমাদের জীবন আমাদের
চিন্তার ভিত্তিতে দাঁড়িয়ে রয়েছে
তাই সর্বদা জীবনে ভালাে
চিন্তা করা দরকার। " -স্বামীজী
"সফলতা এবং ব্যর্থতা দুটিই আমাদের
জীবনের অংশ কিন্তু কেউই চিরস্থায়ী নয়।"
Swami Vivekananda Quotes in Bengali about Success
"ভগবান তাকেই সাহায্য করে যে
নিজেকে নিজে সাহায্য করে।"

Swami Vivekananda Bani

"মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়,
যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে,
আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে।"
Swami Vivekananda Bani and Advice in Bangla
“তুমি যা চিন্তা করবে তা-ই হয়ে
যাবে। যদি তুমি নিজেকে দুর্বল
ভাবো তবে দুর্বল হবে এবং
তেজস্বী ভাবলে তেজস্বী হবে।”
Swami Vivekananda Anuprerona Mulok Ukti Bengali
"একাকীত্ব তোমায় যা শেখাবে পৃথিবী কোন
ভালো বই তোমায় তা শেখাতে পারবে না।"
Swami Vivekananda Quotes in Bangla about Loneliness
কারো উপর প্রতিশোধ
নেওয়ার আনন্দ কয়েক দিন
থাকে কিন্তু ক্ষমা করার আনন্দ
আজীবন থেকে যায়।
Swami Vivekananda Shiksha Mulak Bani Bengali
"তুমি যদি সঠিক হও তাহলে তা
প্রমান করার চেষ্টা করো না।
চুপচাপ অপেক্ষা করো সময়
সবকিছুর জবাব দিয়ে যাবে।"
Anuprerona Mulok Swamijir Bani in Bengali
"আবেগের পথে না চলে বিবেকের
পথে চলো দেখবে তুমি তোমার জীবনটা
সুন্দর করে গড়তে পারবে কারণ পৃথিবীর
শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক।"
Bengali Quotes By Swami Vivekananda, Swamiji Ukti

স্বামী বিবেকানন্দের উপদেশ

“যদি সত্যিই মন থেকে কিছু করতে
চাও তাহলে পথ পাবে আর যদি না
চাও তাহলে অজুহাত পাবে।”
Swami Vivekananda Bani in Bangla Font
"ধর্ম মানে শুধু মতবাদ নয়,
ধর্ম মানে সাধনা। সৎ হওয়া আর
সৎ কর্ম করা এই দুয়ের মধ্যেই সমগ্র ধর্ম।"
Vivek Bani in Bengali
"সেবা করো তাৎপরতার সাথে।
দান করো নির্লিপ্ত ভাবে।
ভালোবাসো নিঃস্বার্থভাবে।
ব্যয় করো বিবেচনার সাথে।
তর্ক করো যুক্তির সাথে।
কথা বলো সংক্ষেপে।"
Swami Vivekananda Bani and Upodesh in Bengali

শিক্ষা নিয়ে স্বামী বিবেকানন্দের বাণী

স্বামী বিবেকানন্দের বাণী ও উক্তির মাধ্যমে জানতে পারি যে তিনি সর্বদা “শিক্ষার” উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তবে সেই শিক্ষা শুধুমাত্র স্কুল কলেজ এর শিক্ষা নয় বরং তিনি সেই শিক্ষা গ্রহণ করার কথা বলেন যা আধ্যাত্মিক ও বুদ্ধি বিকাশে সাহায্য করে। শিক্ষা ,শিক্ষার্থী ও শিক্ষক সম্পর্কে Swami Vivekananda Bani নিম্নে প্রস্তুত করা হলো –

স্বামী বিবেকানন্দের শিক্ষামূলক বাণী ও উক্তি

“শিক্ষা হচ্ছে মানুষের অন্তর্নিহিত
সত্তার পরিপূর্ণ বিকাশ।”-বিবেকানন্দ
“আমরা সেই শিক্ষা চাই যার দ্বারা
চরিত্র গঠিত হয়, মনের জোর বাড়ে
ও বুদ্ধি বিকশিত হয়।"
Swami Vivekananda Bengali Quotes about Education
"তোমাকে ভিতর থেকে বাড়তে হবে
তোমাকে কেউ ততক্ষণ শিক্ষিত
করতে পারবে না যতক্ষণ না তুমি
নিজ থেকে চেষ্টা করছো।
মনে রাখবে আপনার নিজের
আত্মা থেকে কোনও
বড়ো শিক্ষক আর নেই।"
"যতক্ষন বেঁচে রয়েছ, শিখতে থাকো।
কারণ অনুভব জীবনের সবথেকে বড় শিক্ষক।"
“মনের শক্তি সূর্যের কিরণের মত,
যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয়
তখনই এটি চকচক করে ওঠে।"
Anuprerona Mulok Vivekanander Bani
“মহাবিশ্বের সীমাহীন পুস্তকালয়
আপনার মনের ভিতর অবস্থিত”
"আমরা কখনোই কোনো বিষয়
ছাত্রদের ওপর চাপিয়ে দেব না।
ছাত্র তার নিজের অনুসন্ধিৎসা এবং
অভীপ্সা অনুসারে শিক্ষিত হবে।
আমরা সাহায্য করব মাত্র।”

Swami Vivekananda Quotes in Bengali

"আপনার মহিলাদের প্রথমে শিক্ষিত করুন
এবং তাদের নিজের মতো ছেড়ে দিন,
তারপরে তারা আপনাকে বলবে যে
তাদের জন্য কী কী সংস্কার প্রয়োজন।"
Shiksha Mulak Bangla Bani by Swami Vivekananda
“চারাগাছকে যেমন জোর করে বাড়ানো যায় না, শিশুকেও তেমনি চেষ্টা করে শিক্ষা দেওয়া যায় না। চারাগাছটি স্বভাব অনুসারে বর্ধিত হয়। শিশু নিজেই শিক্ষা লাভ করে।"
“শিক্ষক চরিত্রের অপাপবিদ্ধতা,
চিত্তশুদ্ধি, নির্লোভতা, শাস্ত্রের যথার্থ
মমার্থ জ্ঞান, প্রেমপরতা অত্যাবশ্যক।”
স্বামীজির মতে একজন আদর্শ শিক্ষকের
ক্ষেত্রে এই গুণগুলি থাকা দরকার।"
Bengali Quotes on Teachers By Swami Vivekananda
“পশ্চিমের বিজ্ঞান আর প্রাচ্যের ধ্যান,
পশ্চিমের কর্মশক্তি আর প্রাচ্যের ধর্মবোধ,
এই দুয়ের মধ্যে একটি সুস্থ মিলন চাই।"
স্বামী বিবেকানন্দের শিক্ষামূলক বাণী, Swami Vivekanander Bani

কর্ম সম্পর্কে Swami Vivekananda Bani in Bengali

স্বামীজীর তার বক্তৃতায় কর্মযোগ কে সবার ঊর্ধ্বে রেখেছেন, তিনি মনে করতেন যে – একমাত্র নিরন্তর কর্মের দ্বারা যে কোনো ব্যক্তি তার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে। কর্ম সম্পর্কে স্বামী বিবেকান্দের সেরা বাণী একবার পড়ে নেওয়া যাক –

স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণামূলক বাণী

"চালাকির দ্বারা কোন মহৎ
কাজ হয় না।" - স্বামী বিবেকানন্দ
"জ্ঞান, ভক্তি, যোগ এবং কর্ম
মুক্তির এই চারটি পথ।
প্রত্যেকের কর্তব্য তার উপযুক্ত
পথ অনুসরণ করে চলে।
তবে এই যুগে কর্মযোগের উপর
বিশেষ গুরুত্ব দেয়া উচিত।"
Swami Vivekananda Quotes in Bangla about Karmo
“মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে। যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে, সেই বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়।”
Bengali Quotes on Work By Swami Vivekananda
"যে-সব ব্যাক্তি নিজের সুখ-চিন্তায়
একরকম উদাসীন তাঁরাই জগতে
সর্বশ্রেষ্ঠ কর্মী হয়েছেন।"

আরো পড়ুন – স্বামী বিবেকানন্দের জীবন কাহিনী

"একটি সময়ে একটি কাজ করাে
এবং সেটা করার সময় নিজের
সবকিছুই তার মধ্যে ব্যয় করে দেও।"
ভাগ্য বলে কিছু নেই- যা আছে
তা হল শুধুমাত্র কর্মের ফল যা প্রত্যেকের
চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে।
"জগৎ সংসার কি ভাবছে, সে দিকে
তােমার চিন্তা করার কিছুই নেই
দুনিয়াকে ভাবতে দাও কিন্তু
তুমি তােমার কার্যে অবিচল থাকো।"
Swami Vivekanander Bani in Bengali on Work
“যখন আপনি ব্যস্ত থাকেন তখন
সব কিছুই সহজ বলে মনে হয়
কিন্তু অলস হলে কোনো
কিছুই সহজ বলে মনে হয় না”
"সৌভাগ্য" প্রতিটি ব্যাক্তির সাথে
দেখা করার জন্য প্রতীক্ষা করে
কিন্তু যে পরিশ্রম করে একমাত্র
তার সাথেই দেখা হয়।'
Inspirational Quotes in Bengali By Swami Vivekananda

Best Bengali Quotes By Swami Vivekananda about Work

"কোনাে বড় কাজই কঠোর
পরিশ্রম ও কষ্ট স্বীকার ছাড়া হয়নি।"
"কর্মের উদ্দেশ্যের প্রতি যতটা মনোযোগ দেওয়া
আবশ্যক ততটা মনোযোগ দেওয়া উচিত।"
সাহসী লােকেরাই কেবল
বড় বড় কাজ করতে পারে।
"যে-সব ব্যাক্তি নিজের সুখ-চিন্তায়
একরকম উদাসীন, তাঁরাই জগতে
সর্বশ্রেষ্ঠ কর্মী হয়েছেন।"

কর্ম নিয়ে স্বামী বিবেকানন্দের বাণী ও উক্তি

"একটি সময়ে একটি কাজ করাে এবং
সেটা করার সময় নিজের সবকিছুই
তার মধ্যে ব্যয় করে দেও।"
যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি
সাফল্য তার কাছেই এসে ধরা দেয়।
কারণ যে নদী যত গভীর হয়
তার বয়ে যাওয়ার শব্দ তত কম!
Swami Vivekananda Success Quotes in Bangla
সময় বেশি লাগলেও ধৈর্য্য
সহকারে কাজ করাে সাফল্য তুমি পাবেই।

Swami Vivekananda Motivational Quotes in Bangla

 "পেছনে তাকিও না, 
শুধু সামনের দিকে তাকাও -
অসীম শক্তি, অসীম উদ্যম, 
অসীম সাহস এবং অসীম ধৈর্য সম্পূর্ণ মানুষ 
পারে যে কোনো কার্য  সম্পন্ন করতে।"

স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণামূলক বাণী

"সে ভীরু, কাপুরুষ যে সবসময়
ভাগ্যের উপর নিজেকে ছেড়ে দেয়,
যে বলে এটা ভাগ্যের পরিহাস।
সেই বলশালীশক্তিশালী বীর
সেই বলে আমি আমার ভাগ্য
নিজেই তৈরি করে নেব।"
উপরে উঠতে হলে সবার
আগে নিজেকে হাল্কা কর
নিজের মধ্যের সব
অহঙ্কারকে টেনে বের করে দাও।
Jubok der Jonno Swami Vivekananda Anuprerona Mulok Bani
খারাপ চিন্তা ও খারাপ কর্ম তোমায় পতনের দিকে নিয়ে যাবে। অপরদিকে তোমার ভালো চিন্তা ও ভালো কর্ম দেবদূতের মতো তোমায় অনন্তকাল রক্ষা করবে। - 
Motivational Quotes by Swami Vivekananda in Bengali
"যে ক্ষমতাশালী হওয়ার সাথে সাথে চিন্তাবিদ হয়।
যে গতানুগতিকতা থেকে সকলকে মুক্ত করে
নতুন দিশা দেখায়, সেই একমাত্র যুবক।"
Swami Vivekanander Bani for Youth
"সমস্ত শক্তিই তােমার ভেতরে বিরাজমান,
নিজেকে কখনােই দুর্বল ভেবাে না।
ওঠো নিজেকে জাগিয়ে তােলাে,
নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তােলাে৷
তারপর দেখ জগৎ একদিন তােমার হাতের মুঠো।"
Inspirational Thoughts By Swami Vivekananda in Bengali
শুধু বড়াে লােক হয়ো না… বড় মানুষ হও।

Swami Vivekananda Quotes in Bengali, স্বামীজীর সেরা বাণী

যদি সেরা হতে চাও তাহলে
তোমার ভিতরের অহংকারকে
টেনে বের করে ফেলো…
এবং স্বয়ং হালকা হও কারন
তারাই শ্রেষ্ঠ হয় যারা নিরহংকারী হয়।
"মানুষকে সর্বদা তার দুর্বলতার বিষয়
ভাবতে বলা, তার দুর্বলতার প্রতীকার নয়।
তার শক্তির কথা স্মরণ করিয়ে দেওয়াই
প্রতিকারের উপায় ৷ তার মধ্যে যে শক্তি আগে
থেকেই বর্তমান তার বিষয় স্মরণ করিয়ে দাও।"

সত্য সম্পর্কে স্বামী বিবেকানন্দের বাণী ও উক্তি

"সত্যের জন্য সবকিছুকে
ত্যাগ করা চলে কিন্তু কোনােকিছুর
জন্য সত্যকে ত্যাগ করা চলে না।"
Bengali Quotes on Truth By Swami Vivekananda
"সত্যকে তুমি যতবার যেইভাবেই বোলো
না কেন - তা সবসময় সত্যিই থাকবে।"
Sotho samparke Swami Vivekanander Bani

সততা নিয়ে স্বামী বিবেকানন্দের বাণী

"আরাম" কখনো সত্যের পরীক্ষা নয় অপরদিকে
সত্য প্রায়শই "সাচ্ছন্দের" থেকে অনেক দূরে থাকে
"জগতে পাপ বলে যদি কিছু
থাকে দুর্বলতাই হল সেই পাপ
সেজন্য সর্বপ্রকার দুর্বলতা
ত্যাগ করা দরকার। " - স্বামীজী

বিবেক বাণী | Swami Vivekananda Thoughts in Bengali

প্রেম ও সপ্রেম ও সহানুভূতিই একমাত্র পন্থা। ভালবাসাই একমাত্র উপাসনা।
"অপমানের উচিত শিক্ষা অপমান নয়।
এমন কিছু করে দেখাও যেন সে
নিজের কাছেই নিজে ছােট হয়ে যায়।"
Swami Vivekanander Bani Bangla Font

Swami Vivekananda Bani and Quotes Bangla

"আমাদের জীবন আমাদের চিন্তার
ভিত্তিতে দাঁড়িয়ে তার জীবনে
ভালাে চিন্তা করা জরুরি।”
"বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন
কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে।”
"যারা তােমাকে সাহায্য করেছে, 
তাদের কখনও ভুলে যেও না।
যারা তােমাকে ভালােবাসে, 
তাদের কখনও ঘৃনা করে না।
যারা তােমাকে বিশ্বাস করে, 
তাদের কখনও ঠকিয়াে না।"

Best Quotes Swami Vivekananda in Bengali

"যখন আমাদের মধ্যে অহংজ্ঞান থাকে না,
তখনই আমরা সবচেয়ে ভালাে কাজ করতে পারি।”
"জ্ঞানী কে তার ভুল ধরিয়ে দিলে,
সে তোমাকে বন্ধু বানিয়ে নেবে আর
একজন মূর্খ কে তার ভুল দেখালে,
সে তোমাকে শত্রু ভেবে নেবে।”
Swami Vivekanander Ukti in Bangla

Swami Vivekanander Bani – স্বামীজীর উক্তি সংগ্রহ

"ভগবান থাকে ভালোবাসেন তাকেই
সবচেয়ে বেশি পরীক্ষা করেন ।”
"তর্কের চেয়ে নিরবতা ভালো
প্রতিশোধ নেওয়ার চেয়ে
রাস্তা বদলে ফেলা ভালো
আর সার্থপর লোকের পাশে
চলার চেয়ে একলা চলা ভালো ।”
তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ
থেকে হেরে যাওয়াই ভালো,
কেননা বুদ্ধিমানেরা পরাজয়ে
ভয় করে না বরং উপভোগ
করে মুর্খদের উল্লাস দেখে!

Swami Vivekananda Bani in Bengali about Women

"পূর্ন নারীত্বের বিচারই হল পূর্ণ স্বাধীনতা।” 
আমাদের দেশের মেয়েরা
তেমন শিক্ষিত নয় বটে,
কিন্তু তারা অনেক বেশি পবিত্র।”
পাঁচশো পুরুষের সাহায্যে ভারতবর্ষকে জয় করতে পঞ্চাশ বছর লাগতে পারে কিন্তু পাঁচশো নারীর দ্বারা মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তা করা যেতে পারে।”
"নারীজাতির উন্নতি এবং জনমার্গের জাগরণ
এই দু'টিরই প্রয়োজন সর্বপ্রথম এবং তখনই
কোনো দেশের তথা সমগ্র জগতের
প্রকৃত কল্যাণ হতে পারে।"
Swami Vivekananda Quotes in Bangla about Women Education

মহিলাদের শিক্ষার জন্য স্বামী বিবেকানন্দের বাণী

পুত্র সন্তান যদি এক বংশের প্রদীপ হয়,
তাহলে কন্যা সন্তান দুই বংশের প্রদীপ।
সেই পরিবার বা দেশের জন্য কোনও আশা নেই
যেখানে মহিলাদের কোনও অনুমান নেই,
যেখানে তারা দুঃখে থাকেন। এই কারণে
তাদের প্রথমে উত্থাপন করতে হবে।

নারীশিক্ষা সম্পর্কে Vivekanander Bani in Bengali

আপনি কি আপনার মহিলাদের অবস্থা উন্নত করতে পারেন? তারপরে আপনার মঙ্গল কামনার আশা থাকবে। নইলে আপনি এখনকার মতো পিছিয়ে থাকবেন। ”
মহিলারা অনন্তকাল ধরে কষ্ট ভোগ করেছেন এবং
এটিই তাকে অসীম ধৈর্য ও অসীম অধ্যবসায় দিয়েছে।
"নারী ততোটাই সাহসী যতটা পুরুষ।"
“নারীদের পাশ্চত্য জ্ঞান ও বিজ্ঞান যেমন শেখাতে হবে,
তেমনি জাগাতে হবে ভারতীয় আদর্শ ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা।”

বিশ্বাস ও লক্ষ্য সম্পর্কে বিবেকানন্দের বাণী ও উক্তি

একটি লক্ষ্য নিয়ে সেই লক্ষ্যকে
তােমার জীবন বানিয়ে নাও!
সেই লক্ষ্যকে নিয়েই সারাক্ষণ
চিন্তাভাবনা করাে ওই লক্ষ্য
নিয়েই স্বপ্ন দেখাে এবং
সেই লক্ষ্যকে পূরণ করার
জন্য সবকিছু করাে।"

Swami Vivekananda Bani about Life Goals

জীবনে অনেক লক্ষ্যথাকা
জরূুরি নয় কিন্তুু যে লক্ষ্যটি
আছে তাপূর্ণ করা জরুরি
দুনিয়া তােমার সম্বন্ধে কি ভাবছে
সেটা তাদের ভাবতে দাও
তুমি তােমার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকো।
কখনাে না বলো না, তুমি চেষ্টা
করলে সব কিছুই করতে পারাে,
তুমি অনন্ত শক্তির আধার।
তােমার মধ্যে সমস্ত শক্তি রয়েছে,
তুমি সব কিছুই করতে পারাে।"

বিশ্বাস সম্পর্কে বিবেকানন্দের বাণী ও উক্তি সংগ্রহ

নিজের উপর বিশ্বাস না এলে
ঈশ্বরের উপর বিশ্বাস আসে না।
"সব শক্তিই আমাদের মধ্যে
আছে আমরা সবকিছু করতে পারি।"
“কখনও বড় পরিকল্পনার হিসাব করো না, ধীরে ধীরে আগে শুরু করাে, তােমার ভূমি নির্মাণ করাে তারপর ধীরে ধীরে। তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও ”

মানবতা সম্পর্কে Swami Vivekananda Bangla Quotes

"ঘৃনার শক্তি অপেক্ষা
প্রেমের শক্তি … অনেক বেশি শক্তিমান ।"
"কাউকে নিন্দা করাে না,
যদি তুমি সাহায্যের হাত
বাড়িয়ে দিতে পারাে তাে দাও।"

সেবা সম্পর্কে স্বামী বিবেকানন্দের মহান বাণী

"যে মানুষ সর্বদা অন্যের সেবা করে সেই মহান ।" 
"কখনাে কারাের নিন্দা করাে না
তুমি যদি তাকে সাহায্য করতে
পারাে তাহলে করে, তাহলে তাকে
নিজের মতাে জীবনে এগােতে দাও।"

Swami Vivekananda Bani on Humanity

“দরিদ্র ব্যক্তিদের মধ্যে আমি যেন ঈশ্বরকে দেখি
নিজের মুক্তির জন্য তাদের কাছে গিয়ে
তাদেরই পূজা করবো, ঈশ্বর তাদের মধ্যে রয়েছেন।"
"যারা তোমাকে সাহায্য করেছে
তাদের কখনো ভুলে যেও না।
যারা তোমাকে বিশ্বাস করে
তাদের কখনো ঠকিও না।"
বিবেকানন্দের বাণী, Bangla Quotes By Swamiji

চরিত্র সম্পর্কে স্বামী বিবেকানন্দের বাণী ও উক্তি

"জগতে এখন একান্ত প্রয়োজন হল চরিত্র;
জগত এখন তাদের চায় - যাদের
জীবন প্রেমদীপ্ত ও স্বার্থ শূন্য।"
"ত্যাগ ব্যতীত কিছুই হইতে পারে না।
অন্যকে যদি সাহায্য করিতে চাও,
তবে তোমার নিজের অহংকে
বিসর্জন দিতে হইবে।"
“প্রবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা কোরো
তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম।”
"যখন আমাদের মধ্যে
অহংজ্ঞান থাকে না,
তখনই আমরা সবচেয়ে
ভালাে কাজ করতে পারি,
অপরকে আমাদের ভাবে সবচেয়ে
বেশি অভিভূত করতে পারি।

স্বামীজীর অন্যান্য অনুপ্রেরণামূলক বাণী ও উক্তি

”ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে
মূর্খরা ভাবে লোকটি দূর্বল
কিন্তু আসলে সে জানে না
এই গুনটি অর্জন করা কত কঠিন।"
Best Swami Vivekanand Bani Bangla about Bebohar

স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণামূলক বাণী

"উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না,
স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না ।"
"দিনে একবার হলেও নিজের
সঙ্গে কথা বলাে তা নাহলে।
তুমি দুনিয়ার সবচেয়ে মহান
ব্যক্তির সঙ্গে কথা বলতে পারবে না।"

Bengali Quotes By Swami Vivekananda

"অপমানের উচিত শিক্ষা
অপমান নয এমন কিছু করে দেখাও
যেন সে নিজের কাছেই নিজে ছোট হয়ে যায়।"
"নিজের যোগ্যতার থেকে কম যোগ্যতার মানুষকে
ভালোবাসো সে তোমায় অনেক বেশি মূল্য দেবে।"

অনুপ্রেরণামূলক বাণী >>


উপসংহার

আশা করছি বন্ধুরা আপনাদের স্বামী বিবেকানন্দের বাণী ও উক্তির এই অনুপ্রেণামূলক সংগ্রহটি পছন্দ হয়েছে। বিবেকান্দের বাণী সত্যিই আমাদের অনুপ্রেরণা জোগাতে ও নতুন দিশা দিতে সাহায্য করে। যদি আপনাদের Swami Vivekananda Bangla Quotes সম্পর্কিত পোস্টটি অনুপ্রাণিত করে থাকলে অবশ্যই স্বামী বিবেকানন্দের বাণীর ছবি ডাউনলোড করে আপনাদের বন্ধুবান্ধব ও বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করতে পারেন।