Rabindranath Tagore Quotes in Bengali – নমস্কার বন্ধু। আজকে আমরা এই পোস্টটিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত বাণী ও উক্তির ব্যাপারে জানবো। এছাড়া আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী এর ছবি ডাউনলোড করে আপনাদের Fb, WhatsApp এ অথবা আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন।
Rabindranath Tagore Bani – বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ৭ই মে ১৮৬১ সালে কলকাতার , জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এক জমিদার পরিবারে জন্ম গ্রহন করেন। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন কবি, নাট্যকার, দার্শনিক, চিত্রনাট্যকার। বাংলা সাহিত্যে তার অতুলনীয় অবদারের জন্য তাকে বাংলা ভাষার “সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক” বলে মনে করা হয়।
নাম | রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) |
জন্ম | ৭ই মে ১৮৬১, কোলকাতা, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি |
পিতা ও মাতা | দেবেন্দ্রনাথ ঠাকুর (পিতা) সারদাসুন্দরী দেবী (মাতা) |
দাম্পত্যসঙ্গী | মৃণালিনী দেবী |
পেশা | কবি, নাট্যকার, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, সঙ্গীতজ্ঞ, চিত্রনাট্যকার |
উপাধি ও সম্মান | উপাধি – বিশ্বকবি, কবিগুরু, গুরুদেব |
উল্লেখযোগ্য সম্মান | প্রথম ভারতীয় যিনি নোবেল পুরষ্কার (১৯১৩) পান |
কবিগুরুর বাণী | Famous Bengali Quotes By Rabindranath Tagore
Rabindranath Tagore Bani – রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা, প্রেম, জীবন, কর্ম, সত্যে ইত্যাদি বিষয়ে তার মতবাদ “বাণীর” রূপে বিভিন্ন কবিতা ও গল্পে তুলে ধরেছেন। এই পোস্টটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের সমগ্র বাণীর ও উক্তি ব্যাপারে পড়বো, তবে প্রথমে কবিগুরু রবীন্দ্ৰনাথ ঠাকুরের বিখ্যাত বাণী ও উক্তি দিয়ে শুরু করা যাক।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত বাণী
“যদি তোর ডাক শুনে কেউ না
রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত বাণী
আসে তবে একলা চলো রে।”
“নিজের অজ্ঞতা সম্বন্ধে অজ্ঞানতার
কবিগুরুর বাণী
মতো অজ্ঞান আর তো কিছু নাই।”
“অধিকার ছাড়িয়া দিয়া অধিকার ধরিয়া
রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী
রাখার মত বিড়ম্বনা আর হয় না।”
Rabindranath Tagore Quotes in Bengali
“তীরে দাঁড়িয়ে বা পানির দিকে
রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী
তাকিয়ে আপনি কখনােই সমুদ্র
অতিক্রম করতে পারবেন না।”
“নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস
রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি
ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।
নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে কহে
যাহা কিছু সুখ সকলি ওপারে।”
“যার যোগ্যতা যত কম তার
রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি
অহংকার ঠিক ততটাই বেশি।”
“কাউকে উপদেশ দেওয়া সহজ,
রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী
কিন্তু উপায় বলা কঠিন।”
রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি -Rabindranath Thakur Bani Bangla
“সুখী হওয়া খুব সহজকিন্তু
কবিগুরুর বাণী
সহজ হওয়া খুব কঠিন।”
“আমাদের এই প্রার্থনা করা উচিত না
রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত বাণী
যে বিপদ যেন আমাদের উপরে না আসে
বরং আমাদেরকে এই প্রার্থনা করা উচিত
যে আমরা সমস্ত বিপদের নির্ভয়ে
মোকাবেলা করতে পারি।”
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী ও উক্তি
“দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো
যায় কিন্তু গুরুত্ব কমে গেলে
গুরুত্ব ফিরিয়ে আনা যায় না।”
“সংগীত আর কিছু নয় –
সর্বোৎকৃষ্ট উপায়ে কবিতা পাঠ করা।”
“যদি আপনি সমস্ত ভুলের জন্য
দরজা বন্ধ করে দেন তাহলে
সত্য বাইরে থেকে যাবে।”
শিক্ষা নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী
“শিক্ষিত মানুষের অভাব নেই পৃথিবীতে
কিন্তু শিক্ষিত বিবেকের অনেক অভাব”
“বিদ্যা সহজ, শিক্ষা কঠিন, বিদ্যা
আবরণে আর শিক্ষা আচরণে।”
“মনুষ্যত্বের শিক্ষাটাই চরম
শিক্ষা আর সমস্তই তার অধীন।”
রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী শিক্ষামূলক উক্তি – Educational Quotes By Kabiguru
“কোনও শিশুর পড়াশোনা তার
জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ করবেন না,
কারণ তিনি অন্য কোনও সময়ে
জন্মগ্রহণ করেছেন।”
“সর্বোচ্চ শিক্ষার উদ্দেশ্য কেবল
তথ্য প্রদান করা নই বরং আমদের
জিবনকে অস্তিত্বের সমগ্র দিক
থেকে সামঞ্জস্য করে তোলা।”
কর্ম সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী ও উক্তি
“অধিকার চেয়ে পাওয়া যায় না।
কর্মের দ্বারা অধিকার সৃষ্টি করতে হয়।”
“ঠিক সময়ে ঠিক কাজ করিতে
কাহারও মনে পড়ে না,
তাহার পরে বেঠিক সময়ে বেঠিক
বাসনা লইয়া অস্থির হইয়া মরে।
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের বাণী ও উক্তি
“নাম মানুষকে বড় করে না বরং
মানুষ নাম কে জাগিয়ে তোলে।”
“অপর ব্যাক্তির কোলে পিঠে চড়িয়া
অগ্রসর হওয়ার কোন মাহাত্ম্য নাই,
কারণ চলিবার শক্তিলাভই যথার্থ লাভ
অগ্রসর হওয়া মাত্র লাভ নহে।”
Love Quotes By Rabindranath Tagore in Bengali
“ক্ষমাই যদি করতে না পারো,
তবে তাকে ভালোবাসো কেন।”
“এরা সুখের লাগি চাহে প্রেম,
প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়।”
“লােকে ভুলে যায় দাম্পত্যটা একটা আর্ট,
প্রতিদিন ওকে নতুন করে সৃষ্টি করা চাই।”
প্রেম সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি
“তোমার অভিমানের কারণে
কেউ যদি দুঃখ পাই তাহলে ভেবে নিও
সে তোমাকে সবথেকে বেশি ভালোবাসে”
“এত ভালোবাসি এত যারে চাই,
মনে হয় না তো সে যে কাছে নাই,
যেন এ বাসনা ব্যাকুল আবেগে
তাহারে আনিব ডাকি।”
Rabindranath Tagore Love Quotes in Bengali
“ভালােবাসা হলাে একমাত্র বাস্তবতা,
এটি শুধুমাত্র আবেগ দিয়ে নিয়ন্ত্রিত নয়।
এটি হলাে একটি চিরন্তন সত্য যা
যেই হৃদয়ে সৃষ্টি হয়, সেই হৃদয়ে থাকে।”
“আমরা সকলেই পৃথিবীতে কাহাকেও
না কাহাকেও ভালোবাসি কিন্তু
ভালোবাসিলেও বন্ধু হইবার শক্তি
আমাদের আমাদের সকলের নাই।”
রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় প্রেমের উক্তি
“ভালােবাসার জগতে প্রাপ্তি বলে যদি
কিছু থেকে থাকে তার নাম বেদনা।”
আরো পড়ুন – Love Quotes Bangla
“স্নেহ ভালোবাসা অতীত হয় না,
অনন্তকাল ধরে বর্তমান হয়ে বেঁচে থাকে।”
“যার ভালােবাসা যত গভীর
তার ভালােবাসার প্রকাশ তত কম!
ভালােবাসা হচ্ছে উপলব্ধি করার
বিষয় প্রকাশ করার বিষয় নয়।”
“প্রেমের মধ্যে ভয় না থাকলে রস নিবিড় হয় না।”
“ভালোবাসা যেখানে গভীর,
নত হওয়া সেখানে গৌরবের।”
“নারীর প্রেম যে পুরুষকে চায় তাকে
প্রত্যক্ষ চায় তাকে নিরন্তর নানা আকারে
বেষ্টন করবার জন্যে সে ব্যাকুল।
মাঝখানে ব্যবধানের শূন্যতাকে
সে সইতে পারে না।”
ভালোবাসা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু সেরা লাইন ও উক্তি
“একজন নারীকে জীবনকে প্রেম
পরিবর্তন করতে পারে আর
একজন পুরুষকে উচ্চাকাঙ্ক্ষা।”
“আসল প্রেম কখনো অধিকারের
দাবি করে না বরং স্বাধীনতা দেয়।”
“কারো পছন্দ হাওয়া টা খুব সহজ,
কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে
থাকাটা খুব কঠিন।”
প্রেম নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী
“পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো?
নাহ!’ জীবন থেকে মৃত্যু’ উত্তরটা সঠিক নয়।
সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার
সামনে থাকি কিন্তু তুমি জানো না যে আমি
তোমাকে কতটা ভালোবাসি।”
“তুমি যদি কাউকে ভালােবাসাে তবে
তাকে ছেড়ে দাও। যদি সে তােমার
কাছে ফিরে আসে তবে সে তােমারই
ছিল। আর যদি ফিরে না আসে
তবে সে কখনই তােমার ছিল না।”
“আনন্দকে ভাগ করলে দুটি
জিনিশ পাওয়া যায় একটি হচ্ছে
জ্ঞান আরেক অপরটি হচ্ছে প্রেম।”
Rabindranath Thakurer Premer Quotes Bangla
“যে মানুষ প্রেম দান করিতে
পারে ক্ষমতা তাহারই
যে মানুষ প্রেম লাভ করে
তাহার কেবল সৌভাগ্য।”
“জ্ঞান পেলে নিজেকে জ্ঞানী বলে
গর্ব হয় কিন্তু প্রেম পেলে নিজেকে
অধম বলে জেনেও আনন্দ হয়।”
“প্রেম নয় বরং ভালোবাসায় থেকো কারণ
প্রেম সবার জন্য আসে কিন্তু ভালোবাসাটা
শুধু মাএ একজনের জন্য আসে।”
ভালোবাসা নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা উক্তি
“প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু
বেদনা থাকে সারাটি জীবন।”
“ভুল করে ভালোবেসে ফেলা যায়
তবে ভুল করে ভোলা যায় না।”
“সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম,
সে কখনো করে না বঞ্চনা।”
“কেবল প্রেমই বাস্তবতা এটি কোনও অনুভুতি
নই বরং এটি হলো এক পরম সত্য।”
“ভালাে থাকতে হলে ,একটু স্বার্থপর
হতে হয়। কারণ সবাই কে খুশি করার
জন্য, তুমি পৃথিবীতে আসোনি।”
“যখন তুমি সত্য কথা বলবার
জন্য নিন্দা কর না কেবল নিন্দা করবার
জন্য সত্য কথা বল। তখন তোমার সে
সত্য কথা নীতির বাজারে মিথ্যা কথার
সমান দরেই প্রায় বিক্রি হবে।”
চরিত ও জীবন সম্পর্কে রবি ঠাকুরের উক্তি
“মানুষের জীবনের সব থেকে বেশি,
যে জিনিসটি প্রয়োজন- তা হলাে ধৈর্য্য।
খুব ভালাে সয়য়েও ধৈৰ্য্যর প্রয়োজন।
খুব খারাপ সময়েও ধৈর্য্যের প্রয়োজন।
ধৈৰ্য্য হারা হলেই সর্বনাশ।”
“স্বপ্ন পালিয়ে যায়, ঘুম ভেঙ্গে গেলে।
আর মানুষ পালিয়ে যায়.. স্বার্থ ফুরিয়ে গেলে।”
“জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে,
হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালাে।”
“জীবনে চলার পথে ..
অনেক মানুষের সাথে পরিচয় হয়।
কেউবাস্তবে থেকে যায় আবার
কেউ থেকে যায়, স্মৃতির পাতায়।”
Rabindranath Tagore Bani – কবিগুরুর সেরা উক্তি
“যে অন্যের ভালো করতে ব্যাস্ত থাকে,
তার নিজের ভালো হওয়ার সময় থাকে না।”
“আমরা তখই স্বাধীন হই যখন
আমরা আমাদের সম্পূর্ণ মুল্য
শোধ করতে পারি।”
“অতীতকাল যত বড় কালই হোক না কেন,
নিজের সম্বন্ধে বর্তমান কালের একটা স্পর্ধা থাকা উচিত।
“একা থাকা কোনো দূর্বলতা নয়,
বরং একা থাকা একটা আর্ট যা
সবার দ্বারা সম্ভব নয়।”
গাছ বেড়ে ওঠার পর গাছের ছায়ায় তার
বসা হবে না জেনেও যে গাছ লাগায়,
সে অন্তত জীবনের অর্থ বুঝতে শুরু করেছে।”
“সেই ছেলেকে জীবন সঙ্গী করে,
যার ভবিষ্যৎ ভালাে,
সেই মেয়েকে জীবন সঙ্গিনী করাে,
যার অতীত ভালাে।”
“যখন আমি নিজের উপের হাসি তখন
আমার মনের বোঝা হালকা হই যাই।”
“যাদের কাছ থেকে শুধু অবহেলাই পাওয়া যায়।
তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো। কারণ তোমার
নিজেরও একটা আত্মসম্মান আছে।”
“সংসারে সাধু-অসাধুর মধ্যে প্রভেদ এই যে,
সাধুরা কপট আর অসাধুরা অকপট
“আমরা পৃথিবীকে ভুল ভাবে দেখি,
আর ভবি এটা সবসমই আমাদেরকে ধোঁকা দেয়।”
Rabindranath Tagore Bani in Bengali
“আমি ঘুমিয়ে স্বপ্ন দেখছি যে
জীবন আনন্দময় আমি জেগে উঠে
দেখি যে জীবন হল সেবা
আর আমি সেবা করে পেয়েছি
যে সেবা হলো আনন্দময়।”
“আমরা মহানোতের সব থেকে কাছে তখনই
যেতে পারি যখন ব্রিম্ন হতে পারি।”
“নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়
কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়।”
“ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে,
তাকে নই যে জেনে বুঝে বেইমানী করে ”
Friendship Quotes By Rabindranath Tagore in Bengali
“অপরিচয় হইতে পরিচয়ের পথ অতি দীর্ঘ।”
“গােলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল
বন্ধু তেমনি একটা বিশেষ জাতের মানুষ।”
“আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই,
সমবেদনা চাই সাহায্য চাই
ও সেই জন্যই বন্ধুকে চাই।”
রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য বিখ্যাত বাণী ও উক্তি
“আমার কাগজ সেই নৌকাগুলি কোথাও
পৌঁছানোর জন্য না সময়ের ঢেউ এ
নাচতে তৈরি করা হয়।”
“মাটির বন্ধন থেকে গাছের মুক্তি,
তার জন্য স্বাধীনতা নই।”
“আমরা সময়ের সমুদ্রে আছি তবু
আমাদের একমুহূর্ত সময় নেই।”
“যারা নিজের বিশ্বাস নষ্ট করে না
তারাই অন্যকে বিশ্বাস করে।”
প্রকৃতি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি
“আহা আজি এ বসন্তে এত ফুল ফোটে
এত বাঁশি বাজে এত পাখি
গায় আহা আজি এ বসন্তে।”
“তুমি কোন কাননের ফুল,
কোন গগনের তারা।
তােমায় কোথায় দেখেছি
যেন কোন স্বপনের পারা।”
Final Word
আশা করি বন্ধুরা আপনাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী ও উক্তির (Rabindranath Tagore Bangla Quoets) সংগ্রহটি ভীষণ ভাবে পছন্দ হয়েছে। আপনারা এই পোস্ট থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের সেরা প্রেমের উক্তি এর ছবি ডাউনলোড করে হোয়াটস্যাপ এ আপনাদের প্রিজনদের সাথে ভাগ করে নিতে পারেন। এছাড়া আরো অন্যান মহান ব্যক্তিদের বাণী ও উক্তি সম্পর্কে পড়তে আপনি এই ওয়েবসাইটে সার্চ করতে পারেন।