১০১টি সুপ্রভাত শুভেচ্ছা বার্তা ও শুভ সকাল কবিতা, স্ট্যাটাস, ছবি

You are currently viewing ১০১টি সুপ্রভাত শুভেচ্ছা বার্তা ও শুভ সকাল কবিতা, স্ট্যাটাস, ছবি

আপনি যদি বন্ধু ও প্রিয়জনদের সাথে শেয়ার করার জন্য সেরা সুপ্রভাত শুভেচ্ছা বার্তা, ও শুভ সকাল কবিতা, স্ট্যাটাস এর সন্ধান করে থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্য! এই পোস্ট থেকে আপনি সুপ্রভাত শুভেচ্ছা বার্তা কপি করে মেসেজ হিসাবে অথবা শুভ সকাল শুভেচ্ছা ছবি ডাউনলোড করে শেয়ার করতে পারেন। আপনার দ্বারা শেয়ার করা সুপ্রভাত শুভেচ্ছা বার্তা আপনার বন্ধু ও প্রিয় মানুষটিকে সকাল সকাল খুশির অনুভব করতে পারে। তো চলুন এই বার সুপ্রভাত মেসেজ এর পোস্টিটি পড়া যাক।

সুপ্রভাত শুভেচ্ছা বার্তা

সকালে শুনি কোকিলের কুহু কুহু ডাক
দূর আকাশে উড়ে যায় সাদা বকের ঝাঁক
বাতাসের শীতল হাওয়ায় মন মাতাল
বন্ধু তোমাকে জানাই শুভ সকাল।
Shuvo Sokal Bangla
মৃদু হাওয়া শীতল পরিবেশ
চিক চিক করে শিশির,
পাখির কলতানে চারিদিক মাতোয়ারা।
শুধু তুমি নেই পাশে বন্ধু আমার।
শুভ সকাল।
Shuvo Sokal
শুভ সকাল শান্ত মন
তুমি বন্ধু আছো কেমন?
রাত পোহালো ভোর হলো
আমি বন্ধু আছি ভালো
ভালো থেকো সারাদিন
তোমাকে জানাই…গুড মর্নিং
Good Morning in Bengali Picture
সকালের রোদ তুমি বিকেলের ছায়া
গোধূলির রং তুমি মেঘের মায়া।
ভোরের শিশির তুমি জোছনার আলো,
আমি চাই তুমি থাক সব সময় ভাল।
শুভ সকাল।
Shuvo Sokal Kobita in Bangla
শীশির ভেজা দুর্বা ঘাসে,
শীশির কনা বলছে হেসে।
বিদায় নিয়েছে হিমেল রাত,
জানাই তোমাদের সুপ্রভাত।
Bengali Shuvo Sokal Kobita

শুভ সকালের শুভেচ্ছা বার্তা

“এসেছে শরৎ, হিমের পরশ
লেগেছে হাওয়ার পরে,
সকাল বেলায় ঘাসের আগায়
শিশিরের রেখা ধরে।"
Shuvo Sokal Kobita in Bangla Language
“সকালের প্রথম শিশির দিয়ে
সূর্যের প্রথম আলো দিয়ে
ফুলের প্রথম সৌরভ দিয়ে হৃদয়ের
ভালবাসা দিয়ে তোমাদের জানাই সুপ্রভাত।"
Suprabhat Bengali
"শিশির ভেজা কোমল হাওয়া
নরম ঘাসের হালকা ছোয়া।
মিষ্টি রোদের নিগ্ধ আলো
এবার তুমি দেখবে চলো।
শুভ সকাল বন্ধু।
Shuvo Sokal Shubhechha Bangla
“ জীবনে প্রবলেম আশা
পার্ট অফ লাইফ আর সেই
প্রবলেম থেকে বেরিয়ে আসা
আর্ট অফ লাইফ।"
সুপ্রভাত আজকের দিনটি শুভ হোক!
Shuvo Sokal Quotes Bengali

শুভ সকাল কবিতা

“উঠুক নতুন সূর্য, আসুক অনাবিল সুখ,
মুছে যাক মান- অভিমান,
খুশীতে ভরে উঠুক জীবন!"
Shuvo Sokal Kobita Status
“কিছু নুতুন স্বপ্ন কিছু নুতুন আশা
কিছু ভালোবাসা কিছু চাওয়া
কিছু ভালোলাগা নিয়ে তোমাকে বলছি
শুভ সকাল।”
Shuvo Sokal Status
“নতুন সকাল আসুক নিয়ে
নতুন নতুন আশা চারিদিকে
ছড়িয়ে পড়ুক সুখ আর ভালোবাসা।"
Shuvo Sokal Message Bangla medium
“সুন্দর তুমি সুন্দর তোমার মন
তার চেয়ে সুন্দর হোক তোমার জীবন।"
সুপ্রভাত আজকের দিনটি শুভ হোক!
Shuvo Sokal Love Message in Bengali For Lover
“ফুলের মতো সুন্দর হোক তোমার
জীবনের প্রতিটি মুহূর্ত সুপ্রভাত।"
Suprabhat Love Shubhechha Bangla
“প্রতিটি দিন ঈশ্বরের কাছ থেকে 
পাওয়া একটি উপহার তাই আসুন এ
টি শান্তি, এবং ভালোবাসার মধ্যে ব্যয় করি।”
Suprabhat Quotes Bangla
মিষ্টি সকাল ঠান্ডা হাওয়া
মেঘের আবার আসা যাওয়া
মধুর সকাল নরম আলো
দিনটা তোমার যাক ভালো।
শুভ সকাল1
Suprabhat Status Bengali

শুভ সকাল স্ট্যাটাস

“হাসিতে শুরু হোক সকাল হাসিটাই
থাকুক চিরকাল। এই কামনা জানাই।
shuvo sokal Bondhu
অপরুপ এই নিরব ভোরে,
তুমি আছো অনেক দূরে
পাখি ডাকে মধুর সুরে,
মনটা যেন হাওয়ায় উরে,
তোমাকে জানাই শুভ সকাল
shuvo sokal Kobita
জীবনে সফল হতে চাইলে 
দুটি জিনিস প্রয়োজন,
জেদ আর আত্মবিশ্বাস। "সুপ্রভাত"
কঠিন রাস্তা সবসময় একটা
সুন্দর গন্তব্যে পৌঁছে দেয়। " সুপ্রভাত"
“সুখে থাকার পথ একটাই যা কিছু নিয়ন্ত্রন করা অ
সম্ভব তা নিয়ে অকারন চিন্তা বাদ দাও।" সুপ্রভাত
"আবেগের পথে না চলে
বিবেকের পথে চলো দেখবে তুমি
তোমার জীবনটা সুন্দর করে গড়তে
পারবে কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত
হলো মানুষের বিবেক।" সুপ্রভাত
প্রার্থনা আর বিশ্বাস দুটোই অদৃশ্য কিন্তু
এই দুটোয় এতো শক্তি আছে যে
অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে।
" সুপ্রভাত "
প্রতিটি নতুন দিন আমাদের 
ভালবাসা এবং স্নেহ প্রদর্শন করার 
জন্য আরেকটি সুযোগ করে দেয়। 
তাই সকাল সকাল বলতে চাই
“ শুভ সকাল "
সূর্য মামা উকি দিলো
পাখিরা সব উড়াল দিলো
শহরে গাড়ির হর্ণের আওয়াজ বেড়ে গেলো
আমার ঘুমটি ভেঙ্গে গেলো ।
তোমাদের জানায় শুভ সকাল
“না কারোর অভাবে থাকো না কারোর
প্রভাবে থাকো এ জীবন তোমার তুমি
তোমার স্বভাবে থাকো।"
“ভুল থেকে নতুন কিছু শেখার
নামই হচ্ছে জীবন! যে ভুল করা থেকে
কিছু শিখবে সেই বাস্তব জীবনে
সফল হতে পারবে!" সুপ্রভাত
“শীতের সকালের মিষ্টি রোদ
বলছে তোমায় সুপ্রভাত।"
শিশির ভেজা দূর্বা ঘাসে,
শিশির কণা বলছে হেঁসে,
বিদায় নিয়েছে হিমেল রাত,
জানাই তোমায় সুপ্রভাত।
প্রতিদিন ঘুম ভেঙ্গে
ভাবি একদিন তোমার
পাশে জেগে উঠবো,
তোমার মুখটা দেখবো
প্রথম চোখ খুলে।
সকাল মানে মিষ্টি সূর্য রোদের আনাগোনা।
সকাল মানে নীল আকাশে পাখির গান শোনা।
সকাল মানে জীবন থেকে একটি দিন কমা।
সকাল মানে জীবন পথে এগিয়ে চলার তীব্র বাসনা।
আজ টিপ-টিপ কুয়াশা সারা সকাল পড়ছে,
হিম-হিম শীতে শরীরটা কাপছে।
রিমঝিম হৃদয় টা উদাস কেন হচ্ছে।
কুয়াশা ভেজা মনটা তোমাকে গুড মর্নিং বলছে।,
গুড মর্নিং এস, এম, এস।
আকাশে দেখো রাত
দিচ্ছে তার যাত্রা,
দিনের আলো তাকে আর
দিচ্ছে না যে পাত্তা।
রাত বললো আসবো ফিরে
আবার আগামীকাল,
তাই তোমাকে জানাচ্ছি
আমি শুভ সকাল!
রাত্রি কালে মেঘ জুড়েছে
স্নিগ্ধ সকাল বেলা,
“শুভ সকাল” জানিয়ে দিলাম
নেইকো অবহেলা।
ঘুম ভাঙ্গার সাথে সাথে মনের মধ্যে
প্রথম যা ভেসে ওঠে টা হলো তোমার নাম,
শুভ সকাল ভালোবাসা
প্রতিদিন সকালে তোমার কাছে
দুটো পথ খোলা আছে ! ঘুমটা
চালিয়ে যাওয়া স্বপ্ন দেখতে দেখতে
অথবা জেগে উঠে স্বপ্নটার পিছনে
দৌড়ানো ! তোমার মর্জি কোন পথে যাবে !

গুড মর্নিং শুভ সকাল শুভেচ্ছা

“মায়াবী একটা সকাল মিষ্টি একটা সূর্য
এত বড়ো আকাশ এলোমেলো বাতাস
সবুজ সবুজ ঘাস অপরূপ পাখির ডাক।
সুন্দর একটা দিন তোমাকে জানাই গুড মর্নিং।"
ভোরের আকাশ শান্ত বাতাস শিশির ভেজা মাঠ,
ঘুম থেকে উঠে পরো হয়ে গেছে সুপ্রভাত!
“ঘুম ভাঙ্গার সাথে সাথে যা ভেসে মনের মধ্যে
প্রথম তা হলো তোমার নাম।" সুপ্রভাত প্রিয়!
“সকালের একটা ছোট ভালো চিন্তা পুরো
দিনটাকে বদলে দিতে পারে।"
শুভ সকাল,
দিনের শুরুতে মনে
করিয়ে দিতে চাই,
তুমি আমার জীবনে সব
থেকে বড় পাওয়া।
দিনটা ভালো কাটুক।
মধুর কণ্ঠে পাখি গাইছে গান।
SMS দিয়ে জানিয়ে দিলাম,
আমার অন্তরের টান।

শুভ সকাল রোমান্টিক মেসেজ

তুমি আছো বলে জীবনের প্রতিটি মুহূর্ত,
প্রতিটি সকাল অসাধারণ হয়ে ওঠে।
সেইজন্য আমি সবার প্রথমে তোমাকে
জানায় - শুভ সকাল
Bengali shuvo sokal Love Status
সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত,
প্রতিটি মুহূর্ত তোমায় ভালোবাসি।
~শুভ সকাল ~
কিছু নতুন স্বপ্ন
কিছু নতুন আশা
কিছু ভালোবাসা
কিছু চাওয়া কিছু
ভালোলাগা নিয়ে তোমাকে বলছি
~শুভ সকাল ~
‘যার ভালোবাসা যত গভীর তার
ভালোবাসার প্রকাশ তত কম ভালোবাসা হচ্ছে
উপলব্ধি করার বিষয় প্রকাশ করার বিষয় নয়।”
সকালের রোদ তুমি,
বিকেলের ছায়া,
গোধূলির রং তুমি, 
মেঘের মায়া।
ভোরের শিশির তুমি 
জোছনার আলো
আমি চাই তুমি থাকো 
সব সময় ভালো।
শুভ সকাল বন্ধু!
আমি কল্পনাতে ভাসি
তুমি ভালোবাসো বলে,
আমি সুখের মাঝে হারায়
তুমি ভালোবাসো বলে
আমার সকাল শুভ হয়
তুমি ভালোবাসো বলে, শুভ সকাল!
শিশির ভেজা কোমল হাওয়া
নরম ঘাসের আলতো ছোঁয়া
মিষ্টি রোদের নরম আলো
তোমায় জানাই থেকো ভালো
শুভ সকাল বন্ধু !
সুখের জন্য “স্বপ্ন”
দুখের জন্য “হাসি”
দিনের জন্য “আলো
চাঁদের জন্য “নিশি
মনের জন্য “আশা”
তোমার জন্য রইলো
আমার “ভালোবাসা”
~শুভ সকাল~
নীল আকাশের মেঘের ভেলায়,
দিঘির জলে ফুলের মেলায়।
সবুজ ঘাসের শিশির কনায়,
প্রজাপতির রঙিন ডানায়, এ
কটা কথা তোমায় জানাই। সুপ্রভাত।
ফুল হয়ে যদি থাক আমার বাগানে,
যতন করে রাখব তোমায় আমার মনেরি ঘরে।
ফুল দানিতে সাজিয়ে তোমায় রাখব চিরকাল,
রোজ সকালে বলব আমি তোমায় শুভ সকাল।

আরো পড়ুনBangla Love Quotes


আশা করছি সুপ্রভাত স্ট্যাটাস, কবিতার এই সংগ্রহটি খুব পছন্দ হয়েছে। এছাড়া আপনারা যদি সেরা প্রেমের কবিতা বা লোভ শায়রী পড়তে আগ্রহী থাকেন তাহলে আমাদের নতুন পোস্ট অবশই পড়ুন। ধন্যবাদ।