1001+ বেস্ট Attitude স্ট্যাটাস বাংলা – Attitude Caption in Bengali 2024

নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য কিছু বেস্ট Attitude ক্যাপশন বাংলা (Attitude Caption In Bengali) এর একটি সংগ্রহ এই পোস্টটিতে প্রস্তুত করা হয়েছে। এই ধরনের Attitude Bengali Status বর্তমানে খুব প্রচলিত। আপনি ইন্টারনেট অনকে bengali caption on attitude পেয়ে যাবেন তবে আমরা কিছু নতুন বাংলা অ্যাটিটিউড ক্যাপশন এর সংগ্রহ আপনদের সাথে প্রস্তুত করার চেষ্টা করছি আশা করছি আপনারা অবশ্যই পছন্দ করবেন।

Attitude Caption in Bengali for WhatsApp, Fb DP

নিজের পথে চলা শিখুন, 
অন্যের পদাঙ্ক অনুসরণ করবেন না।
বিপদে পড়লে, আতঙ্কিত হবেন না। 
নিজের শক্তিতে বিশ্বাস রাখুন।
যারা আমায় নিয়ে সমালোচনা করে
তাদের আমার খুব ভালো লাগে
কারণ তারা নিজের কথা কম 
আর আমার কথা বেশি ভাবে। 
Attitude Caption in Bengali

সেরা মনোভাব ক্যাপশন বাংলা

"এমনিতে আমার মনটা অনেক বড়ো
কিন্তু কিছু লোকের যোগ্যতা নেই 
আমার মনে জায়গা পাবার।"
যতই কঠিন হোক না কেন, 
হাসিমুখে সবটা পার করতে হবে।
নিজের Ex কেও সবাই মনে করে 
Teacher's Day Wish করে দিও
শিক্ষা তো সেও কম কিছু দেয়নি।
Attitude Status in Bengali
"আমার পিছনে তারই কথা বলে
যারা আমার সামনে কথা
বলার সাহস পায়না"
যে আমাকে বুঝবে একদিন ঠিক খুঁজবে। 

Attitude Bengali Status

কারো কাছে ভালো
কারও কাছে খারাপ
যার মানসিকর্তা যেমন
তার কাছে আমি তেমন!
"Perfect না হতে পারি তবে সস্তা নই"
আমি স্বার্থপর নই! শুধু তাদের থেকে 
দুরে সরে যাই যাদের কাছে 
আমার কোনো মূল্য নেই!
মুখোশধারী ভদ্র হওয়ার চেয়ে স্পষ্টবাদী
অভদ্র স্পষ্টবাদী অভদ্র হওয়া অনেক ভালো।
Attitude Bengali Status
"যদি আমাকে কারো ভালো না লাগে 
I don't care
সবার পছন্দ তো ভালো হয় না।
আমি অনেক ভদ্র আর শান্তশিষ্ট,
শুধুমাত্র সাক্ষীর অভাবে
প্রমান করতে পারছি না।
যারা তোমায় ভুল বুঝেছে, 
তাদের নিয়ে চিন্তা করো না।

Bangla Attitude Caption for Boys

সাধারণ হতে পারি কিন্তু সস্তা নই;
কারো চয়েজ হতে পারি কিন্তু অপশন নই।
Bangla Attitude Caption for Boys
আমার EGO নেই….. কিন্তু
শেষ MESSAGE যদি আমার হয়
তাহলে আমি আর MESSAGE দেবো না!
আমি দুষ্টুমি সহ্য করব,
কিন্তু শইয়তানি না।
সাবধান সবাই যদি বেশি দেখো
আমার DP বৃদ্ধ পাবে তোমার BP.
আমি জানি আমি দুর্দান্ত,
তাই আমি আপনার মতামত
সম্পর্কে কোন চিন্তা করি না।
Just একটু খানি Smile করে দেখো নিজেকে
আর অন্যকেও সুন্দর লাগতে শুরু করবে।
আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না,
আমি গুরুত্ব কমিয়ে দূরত্ব বাড়িয়ে দিই!
Attitude Caption Bangla
মাঝে মাঝে ভাবি যে ভালো হয়ে যাবো, 
তারপরেই মনে হয় আমি খারাপ ছিলাম কবে। 
সঠিক পথে চলার জন্য সাহস লাগে, 
আর আমি সেই সাহস রাখি।
নিজের অন্দর মহলের সুন্দরতা খুবই
গুরুত্বপূর্ণ ভূমিকা পরিবহন করে
নিজেকে সুন্দর করে তুলতে
এমনিতে আমার মনটা 
অনেক বড়ো কিন্তু কিছু
লোকের যোগ্যতা নেই 
আমার মনে জায়গা পাবার। 
Attitude Caption Bengali
"যে আমাকে গুরুত্ব দেয়,
তাকেই আমি গুরুত্ব দিই
যে আমাকে গুরুত্ব দেয়না তার 
দিকে ফিরেও তাকাইনা হ্যাঁ এটাই আমি!"
তুমি ভালোবাসা কিনতে পারবে না
কিন্তু এটার জন্য তোমাকে 
অনেক মূল্য চোকাতে হবে। 
"হ্যাঁ আমি খারাপ ছেলে কারোর কোনো Problem"
Dear Ex আজও তোর কথা 
মনে পড়লে ভাবি আমার 
Choice এতটা খারাপ ছিল।
Attitude Caption Status in Bengali Medium

Bengali Attitude Caption for Profile Pic

মাঝে মাঝে নিজের উপর হিংসা হয় 
একটা মানুষ এত Cute কিভাবে হয়। 
কারো Extra Attitude সহ্য
করি না আর কাউকে
Impress করার চেষ্টাও
করি না Yah It's Me.
Bengali Attitude Caption Status For Girls
টুকুস করে একদিন Block 
করে দেবো Post দেখে চরিত্র 
বিচার করা বের করে দেবো। 
সামনে তালি পিছনে গালি দেওয়ার
অভ্যাস গালি আমার নেই,
আমি যা বলার সামনা সামনি বলে দিই। 
হতে পারি কমদামী But আমি Just আমি।

Attitude Caption Bangla for WhatsApp Status

Attitude Caption Bangla for WhatsApp Status

WhatsApp Attitude Status Bengali

যদি তোমাকে নিয়ে সমালোচনা করে 
তাহলে ভাববে তুমি হলে সেলিব্রিটি
আর তারা হলো তোমার ফ্যান।
কথা না বললে অহংকারী
বেশি কথা বললে বাচাল
কম কথা বললে ঘ্যাম 
তাহলে করবো টা কি শুনি। 
Best Attitude Status in Bengali
আমি খারাপ সেটা আমি জানি কিন্তু
তুমি যে ভালো তার সার্টিফিকেট কোথায়?
কিছু কিছু মানুষের কাছে আমি খারাপ
But আমি Mind করি না সবার
Choice তো আর Perfect হয় না!
সাহস থেকে হারবে কিন্তু সাহস নয় কারণ
চক্রভিউ আমাদের নিজেদের লোকেরাই গঠন করে।
একদিন সব ঠিক হয়ে যাবে,
আর সেইদিনটার জন্যই বেঁচে থাকা ।
মন খুলে যে হাসতে পারে না
সেই পৃথিবীর সবচেয়ে অসুখী ব্যক্তি
ভালোবাসার আলোয় রাত আলোকিত
হয় বলেই, হয়তো সূর্য অস্ত যায়।
সেই হলো আসল মানুষ যে তোমার দূর্বলতা গুলোকে না খুঁজে,
তোমার সম্ভাবনা গুলোকে আঙ্গুল দেখিয়ে দেয়।
সূর্যের অনেক আলো থাকার সত্বেও
আমরা চাঁদকে বেশি পছন্দ করি;
সাহসী হও। ঝুঁকি নাও. অভিজ্ঞতার
বিকল্প কিছুই হতে পারে না।
আমি তোমার প্রিয় Hello হতে চাই ওও হো দুর্ভাগ্য
বসত আমি তোমার কঠিনতম Good By
আমি সবার কাছে ভালো, তাই আমি যদি আপনার
কাছে ভালো না হই, তার একটা কারণ আছে।
বিশ্বাস গড়তে বছরের পর বছর লেগে যায় ,
আর বিশ্বাস ভাঙতে এক সেকেন্ড যথেষ্ট।
আপনার কাছে যা নেই তা নিয়ে মন
খারাপ করা হলো,আপনার যা আছে তা নষ্ট করা।
যদিও গল্পটা ব্যর্থতায় ভরা,
তবুও আমি আমার গল্পে সেরা।
কাকা আমার যা ফাটার ফেটে গেছে “but I am ok”.
আপনার কাছে যা নেই তা নিয়ে মন খারাপ করা হলো,
আপনার যা আছে তা নষ্ট করা।

প্রতি শহরের অলিগলি রাস্তায়,
কয়েকটা পাগলা ঝিমায়..
তাদের পাগল হওয়ার পিছনেও
কোনো এক মায়াবতীর স্বার্থপরতার
গল্প রয়েছে

তোমার পৃথিবীটা বিশাল বড়
আমায় ছাড়াই হাসা যায় ,
বাঁচা যায় , আমার কথা মনে
না করেই থাকা যায় ।

বদলে গেছে শুধু আমার বাইরেটা ,
ভেতরটা ঠিক আগেই মতোই আছে
যেমনটা তুমি চিনতে ।

কাঁচের গায়ে বৃষ্টি ফোঁটা
জলছবি আর আঁকবে না
জমানো অনেক গল্প ছিলো
থাক ! তুমি বুঝবে না ।

সম্পর্কের বয়েস বাড়ার সাথে
সাথে কমতে থাকে কথা ,
এভাবেই শেষ হয়ে যায় প্রেম !
জন্মায় নীরবতা ।

তবুও তোর অভিনয়ে ভালোবাসার ছোঁয়া পাই,
তাই আজও তোমার প্রতারণায়
ভালোবাসা খুঁজে বেড়াই !

ভাই , আমার মনে হয়
বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রম
একসাথে করে দেওয়া উঁচিত
তা কেন ? তাহলে অনাথগুলো বাবা মা পাবে ,
আর বৃদ্ধরা সন্তান পাবে !

অনেকেই তো শুনতে আসে
ওরা শরীর বেঁচে টাকা কামায় রোজ
কেউ কি ব্রা -এর হুক খোলার আগে
একবারও নাও তাদের খোঁজ ?

স্বপ্ন ছিলো অনেক পড়াশোনা করে
একদিন কিছু করার ,
জানা ছিলো না দারিদ্র নামক
এক অধ্যায় যোগ হয়েছে সিলেবাসে ।

সে স্বপ্ন দেখায় যতটা না অভ্যস্ত তার চেয়ে বেশি
অভ্যস্ত স্বপ্ন ভাঙতে দেখার । দিনশেষে স্বপ্নভঙ্গের
বোঝা কাঁধে নিয়ে মুচকি হাসি হেসে বলে ওঠায়,
ব্যাপার না , হয় এরকম হয় ।

অবশেষে তুমি আকাশের চাঁদ হয়েই রইলে
আর আমি ? আমি কথিত সেই বামুন
চাঁদে হাত বাড়াতে বড়াবড়ই যার মানা ।

ডিনার করেছো ?
হ্যা কি খেয়েছো ?
কেন তোদের বাড়িতে রান্না হয়নি ?
লোকের বাড়ির হাড়ির খবর নেয়া কি ধরনের স্বভাব ?

আচ্ছা ,প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্যটা কি ?
কাউকে দেখে ভালোলাগা টা হলো প্রেম
আর তাকে ভুলতে না পারাটা হলো ভালোবাসা

Short Attitude Caption in Bengali

  • আমি নিজের নিয়মে চলি। (Ami nijer niyome choli.)
  • সামনে যাওয়ার সাহস সবার থাকে না। (Samne jawar sahos shobar thake na.)
  • আমি নিজেই আমার প্রতিযোগী। (Ami nijei amar protijogi.)
  • বড় স্বপ্ন দেখুন, বড় ঝুঁকি নিন। (Boro shopno dekhun, boro jhuki nin.)
  • যা হারিয়েছে, তা নিয়ে ভাবি না। (Ja hariyeche, ta niye bhabi na.)
  • আমি যেমন, তেমনই থাকবো। (Ami jemon, temoni thakbo.)
  • মনের শক্তি সবচেয়ে বড় শক্তি। (Moner shokti shobcheye boro shokti.)
  • আমি কোনো পরোয়া করি না। (Ami kono poroya kori na.)
  • কথা কম, কাজ বেশি। (Kotha kom, kaj beshi.)
  • আমার জীবন আমার হাতে। (Amar jibon amar hate.)
  • অসাধারণ হতে সাহস লাগে। (Osadharon hote sahos lage.)
  • যা করতে ভালো লাগে, তাই করবো। (Ja korte bhalo lage, tai korbo.)
  • সফলতা আমার লক্ষ্য। (Safolta amar lokkho.)
  • আমি আমার নিজের নায়ক। (Ami amar nijer nayok.)
  • বিপদে পড়ে মাথা নিচু করবো না। (Bipode pore matha nichu korbo na.)
  • নিজের ক্ষমতা জানো। (Nijer khomota jano.)
  • বড় স্বপ্নের জন্য বড় লড়াই। (Boro shopner jonyo boro lorai.)
  • সময় আসবে, শুধু অপেক্ষা করো। (Shomoy asbe, shudhu opekkha koro.)
  • নিজের বিশ্বাস কখনও হারিও না। (Nijer bishwas kokhono hario na.)
  • আমার জীবন, আমার সিদ্ধান্ত। (Amar jibon, amar shiddhanto.)

Best Bengali Captions >>


তো বন্ধু, আশা করি বেস্ট বাংলা Attitude ক্যাপশন এর সংগ্রহ পছন্দ হয়েছে, যদি ভালো লেগে থাকে তবে অবশই এই ক্যাপশন গুলোকে Fb, WhatsApp এ শেয়ার করো। যদি তোমার আরো নানান বাংলা স্টেটাস ও শায়ারি পড়তে ও শেয়ার করতে চাও তাহলে এই ওয়েবসাইট সার্চ করতে পারো। ধন্যবাদ।