নমস্কার বন্ধুরা! স্বাগতম Shayaridost.in-এ! আপনি কি খুঁজছেন আপনার প্রিয় বন্ধুদের জন্য সেরা কিছু শব্দ যা সম্পর্ককে আরও গভীর করে তোলে? তাহলে আজকের এই "Bangla Friendship Shayari"
কালেকশন আপনার জন্য একদম পারফেক্ট।
এই পোস্টে আপনি পাবেন: Bengali Dosti Shayari, বন্ধুর জন্য বাংলা শায়রি, Bangla Shayari for Friends, Emotional Friendship Quotes in Bengali, এবং আরও অনেক "Bangla Friendship Shayari"
— যেগুলো আপনি Instagram, WhatsApp বা Facebook এ সহজেই শেয়ার করতে পারেন।
তো আর দেরি কেন? এখনই পড়ুন, কপি করুন এবং শেয়ার করুন আপনার পছন্দের "Bangla Friendship Shayari"
– কারণ সত্যিকারের বন্ধুত্ব এক বিশেষ অনুভব, যা শব্দেও প্রকাশ করা যায়! ❤️🤝📝
Bangla Friendship Shayari
সাজিয়েছি তোমার ছবি রজনীগন্ধা ফুলে,
তুমি কি রাগ করেছো গোলাপ দিইনি বলে,
তুমি তো বন্ধু আমরা গোলাপের চেও দামী তাইতো
তোমায় মিস করি All টাইম আমি

কিছু সেরা বন্ধুত্বের স্ট্যাটাস প্রিয় বন্ধুদের জন্য
Bandhu mane abohela noi,
Bandhuke apon kore nite hoi
Bandhu holo shuk dukher sathi
Emon bandhu rekhona je
Tomar kore khoti
বন্ধু মানে অবহেলা নয়,
বন্ধুকে আপন করে নিতে হয়,
বন্ধু হল সুখ- দুঃখের সাথী,
এমন বন্ধু রেখো না যে
তোমার করে ক্ষতি !

সেরা বন্ধুত্বের শায়েরি – Shayari for Friend in Bengali
Dur theke chaichi ami
Bondhu tumi valo theko
Jani tumi khub bessto
Tabuo nijer khyal rekho
দূরে থেকেই চাইছি আমি
বন্ধু তুমি ভালো থেকো,
জানি তুমি ব্যস্ত খুবই তবুও
নিজের খেয়াল রেখো।

Bangla Bondhutter Shayari
বন্ধুত্বে নেই কোনো দিন আর নেই
কোনো বার এটা এমন ধরনের এক
অনুভুতি যেখানে শুধুই থাকে
বন্ধুত্ব আর বন্ধুত্ব!
বন্ধু আমার প্রিয় বন্ধু মনের মাঝে থাকো
কিছু সময়ের জন্য কেনো ভুল পথটা বাঁচো
Friendship Shayari Bengali – বন্ধুত্বের স্ট্যাটাস
মানুষ সম্পত্তি দেখে আমি সন্মান দেখি
মানুষ গন্তব্য দেখে আমি সফর দেখি
মানুষ বন্ধু বানায় আমি বন্ধুত্ব গড়ে তুলি
বন্ধু মানে দূরে থেকেও থাকা কাছাকাছি,
বন্ধু মানে সকাল বিকাল আমরা এক সাথে থাকি৷
আরো পড়ুন – Love Shayari in Bengali
Bangla Friendship SMS
সেরা বন্ধুত্বের কবিতা লাইন
বন্ধু তুমি কত দূরে তোমায় শুধু মনে পড়ে
একটু যদি সময় পাও মিষ্টি একটা SMS দাও
জানি তুমি অনেক Busy চেষ্টা করলে সব Easy

Bangla Friendship SMS
যে বন্ধু বিপদের সময় কাজে আসে
বাস্তবে সেই তোমার প্রকৃত বন্ধু !
Bengali Shayari on Friendship
ভালোবাসা তৈরি হয় ভালোলাগা
থেকে স্বপ্ন তৈরি হয় অনুভব তৈরি হয়,
অনুভূতি থেকে.. কল্পনা থেকে..
আর বন্ধুত তৈরি হয় মনের গভীর থেকে
বন্ধু মানে নীল আকাশে উড়া দুটি পাখি বন্ধু মানে
দুপান্তে দাড়িয়ে থেকে শুধু ডাকাডাকি।
সত্যিকারের বন্ধু আর ছায়ার
মাঝে অনেকটাই মিল আছে
কারণ, সত্যিকারের বন্ধু সুখে দুখে
ছায়ার মতোই পাশে থাকে।
Bengali Shayari for Best Friend
যতই মন খারাপ থাক কাউকে
বোঝাতে না পারলেও যে কোনো কিছু
বলার আগেই সব বুঝে। সেই তো আসল বন্ধু
যদি কখনও মনে হয় নিজেকে
খুব অর্সহায় তুমি ডেকো বন্ধু আমায়
আসব ফিরে যত দুরে থাকি যদি
তুমি ডাকো যে কাছে আমায়।
বন্ধু মানে নীল সাগরে উপছে পড়া
ঢেউ বন্ধু মানে মনের মাঝে
খুঁজে পাওয়া আপন কেউ।

সত্যিকারের বন্ধুত্বের চেয়ে মূল্যবান
আর কোনো কিছুই এই পৃথিবীতে নেই।
হাজারটা বন্ধুর দরকার নেই জীবনে
ভালো থাকার জন্য একটা সত্যিকারের
বন্ধুই যথেষ্ট। বন্ধুত্বের স্ট্যাটাস।
Best Bengali Shayari Collation On Friendship
অভিমান থাকুক যতই বন্ধু হবে বন্ধুর মত যে কখনো
কষ্ট দিবে না অভিমান করে দূরে যাবে না।
চল আবার খুঁজে আনি সেই বন্ধু দিনের বেলা
ডুবে যাক সোশাল মিডিয়ার বন্ধু বন্ধু খেলা।
বন্ধুত্ব নিয়ে কিছু কথা – Shayari for Friend in Bengali
ভালবাসা তৈরী হয় ভাল লাগা থেকে,স্বপ্ন তৈরী হয়,
কল্পনা থেকেঅনুভব তৈরী হয় অনুভূতি থেকে,
আর বন্ধুত্ব তৈরী মনের গভীর থেকে।
বন্ধু মানে দুটি হৃদয়ের টান বন্ধু মানে
একটু অভিমান বন্ধু মানে সুখ দুঃখের গান
বন্ধু মানে দুইটি জীবন আর একটা যেন প্রান।
Friendship Shayari in Bengali
বন্ধুত্ব কখনও হারায় না..
হারিয়ে যায় সেই মানুষটি যে
বন্ধুত্বের মূল্য দিতে পারেনা
প্রকৃত তোমার বন্ধু হচ্ছে সে
যে তোমার সব খারাপ দিক জানে
তবুও তোমাকে পছন্দ করে
প্রেম একদিন হারিয়ে যায় কিন্তু
সত্যিকারের বন্ধুত্ব কখনই হারায় না।
Bengali Status on Friendship – বেস্ট ফ্রেন্ড ক্যাপশন বাংলা
বন্ধুত্ব কখনও জাতী-ধর্ম বা বড়লোক
গরিব লোক দেখে হয় না বন্ধুত্ব হয় মন থেকে।
প্রেম আর বন্ধুত্ব দুটোই ভালবাসা ছাড়া হয় না।
কিন্তু প্রেম যত গভীরে যায় মানুষ তত কষ্ট পায়।
আর বন্ধুত্ব যত গভীরে যায় মানুষ তত আনন্দ পায়
হারিয়ে যাওয়া পুরনো দিনগুলো
মনে পড়ে যায় কাটিয়ে দিতাম সেই
দিনগুলো হাসির ঠিকানায় জানিনা
কোথায় আছো কবে দেখা হবে বন্ধু,
তোমায় ছাড়া আমি হয়ে গেছে আমি একা।

বন্ধুত্বের স্ট্যাটাস Friendship Status Bangla
Mood off যে কেও করতে পারে কিন্ত
Mood on একমাত্র বন্ধুরাই করতে পারে ..”
মানুষের জীবনে এমন কিছু সময় আসে
যখন নিজেকে অসহায় মনে হয়। তখন নিঃস্বার্থ
ভাবে যে পাশে এসে দাঁড়ায সে হলো প্রকৃত বন্ধু ৷

বন্ধুত্ব নিয়ে কিছু সেরা লাইন ও বাংলা শায়ারি
” বন্ধু তো সে যার কাছে বিশ্বাসটা জমা
রাখা যায় আর দুঃখগুলো শেয়ার করা যায়।”
পৃথিবীতে অনেক সুখের কাজ আছে
কিন্তু বন্ধুকে Disturb যে সুখ আছে তার
কোনো তুলনায় হয় না “
Bondhutter Status in Bengali বেস্ট ফ্রেন্ড স্ট্যাটাস
বন্ধুত্ব আর ভালোবাসার মধ্যে
পার্থক্য এটাই যে,…ভালোবাসার
মানুষ বলবে তোমার কিছু হয়ে গেলে
আমি বাঁচবো না ,…আর বন্ধুরা বলবে
আমরা থাকতে তোর কিছুই হতেই দেব না ।”
” বন্ধুত্ব মানেই ভুল দেখে সরে যাওয়া নয় ,..
ভুল শুধরে দিয়ে ভালোবাসার নাম …….বন্ধুত্ব !”
বন্ধু তো সেই ..! যে সবসময় তোমার পিছনে লাগে ..
অথচ তোমার বিপদের সময় সবসময় তোমার পাশে থাকে
যে তোমার সব খারাপ দিকটা জেনেও তবু তোমাকে পছন্দ করে।
ফ্রেন্ডশিপ স্ট্যাটাস বাংলা
” স্কুল জীবনের বন্ধুত্ব অন্য রকম ব্যাপার !.
এই বন্ধুত্ব সময়ের সাথে সাথে বাড়ে, কখনো কমে না।”
Bengali Status on Friendship – বন্ধুত্বের স্ট্যাটাস
সময়ের সাথে সাথে সবাই পাল্টে গেলেও
সত্যিকারের বন্ধু কখনো পাল্টে যাই না
বিপদে আপদে সবাই ছেড়ে গেলেও
কখনো বন্ধু ছেড়ে যাই না
“অনেক মানুষ তোমার জীবনে আসবে যাবে,
কিন্তু শুধু সত্যিকারের বন্ধু, তুমি কখনো পাবেনা ..
আর পেলে কখনো হারিয়ে ফেলো না তাকে।”
Bengali Captions on Friendship
বন্ধু তুই কোথায় গেলি আমাকে না বলে
আমি আজ চেয়ে আছি তোর পথের পানে,
জানি তুই আসবি ফিরে একদিন হঠাৎ করে,
সে দিন ও দেখবি বন্ধু আমি যাই নিই তোকে ভুলে!
ফ্রেন্ডশিপ স্ট্যাটাস ও ক্যাপশন এর সেরা সংগ্রহ
বন্ধু হবে সেই রকম পড়বে মনে
যখন-তখন সে হবে খুব আপন,
বুঝবে আমায় মনের মতন রাখবো
তাকে নিজের করে যাবে না সে আমায় ছেড়ে।
চলো আবার খুঁজে আনি সেই বন্ধু দিনের
বেলা ডুবে যাক সোশাল মিডিয়ার বন্ধু বন্ধু খেলা
বেস্ট ফ্রেন্ড ক্যাপশন
রাত সুন্দর চাঁদ উঠলে, দিন সুন্দর সূর্য উঠলে,
বাগান সুন্দর ফুল ফুটলে, আর জীবন সুন্দর
তোমার মত ভাল একটা বন্ধু থাকলে ৷
Bangla Bondhutter Status for WhatsApp
ভালবাসি বাংলা ভালবাসি দেশ
ভাল থেকো তুমি আমি আছি বেশ
ভালবাসি কবিতা ভালবাসি সুর
কাছে থেকো বন্ধু যেও নাক দূর।
প্রিয় বন্ধুর জন্য কিছু সেরা শায়ারি লাইন ও স্ট্যাটাস
বসে আছি একলা আমি নিঝুম নিরালায়,
পড়ছে মনে কত কথা ভাবছি আমি তাই,
বন্ধু ছাড়া আমার এ মন একলা হয়ে যাই,
বন্ধু তুমি ভালো থেকো শুধু এটাই আমি চাই।
বন্ধুত্বের স্ট্যাটাস – Bangla WhatsApp Status for Friend
বন্ধুত্ব শুধু একটা শব্দ নয়
শুধু একটা সম্পর্ক নয়,
এটা একটা নীরব প্রতিশ্রুতি।
আমি ছিলাম আমি আছি এবং আমি থাকব
ভালো বন্ধু হতে গেলে রাগ আর
অভিমানের মাঝে পার্থক্যটা
তোমায় বুঝতে হবে!
প্রকৃত বন্ধুকে খুঁজে পাওয়া কঠিন
ছেড়ে যাওয়া কঠিন আর
ভুলে যাওয়া অসম্ভব।
পাশে থেকো বন্ধু তুমি ভুল করলে সোধরে দিও,
বন্ধু তুমি আমার কাছে নিজের চেয়েও অধিক প্রিয়৷
Bondhutter SMS Bangla বন্ধুত্বের বার্তা
সব ভালোবাসা প্রেম নয়… কিছু ভালোবাসা বন্ধুত্বও হয়।
বন্ধু সে নয় যে পরিস্থিতির সাথে বদলে যায়,
বন্ধু সে যে পরিস্থিতিকে বদলে দেয়।
বন্ধুত্বের সেরা বার্তা
বন্ধু হোলো সবার প্রিয় বন্ধু অনেক দামি
বন্ধু মানে খুশীর আমেজ একটু পাগলামি।
বন্ধু মানে একলা দুপুর বৃষ্টি রিমঝিম,
বন্ধু মানে তুমি-আমি বন্ধু Everything

Best Bengali Quotes on Friend
আসল বন্ধু সে নয় যার সাথে
হিসেব করে কথা বলতে হয়!
বন্ধু সে হয় যার সাথে মন খুলে
সব শেয়ার করা যায়!
জীবন আমাদের অনেক ভালো ভালো
উপহার দেয়, কিন্তু একজন ভালো বন্ধু
আমাদের জীবনের সেরা উপহার ।
বন্ধু মানে কাছে থাকা নয় হায় পাশে থাকার নাম বন্ধুত্ব !
মিথ্যা বলে মনভোলানো নয় সত্যি বলে সাহস জাগানোর
নাম বন্ধুত্ব, ভুল দেখে সরে যাওয়া নয় ভুল ধরিয়ে দিয়ে
ভালবাসার নাম বন্ধুত্ব, সময়ের সাথে পাল্টে যাওয়া নয়,
সময়কে পাল্টা জবাব দেওয়ার নাম বন্ধুত্ব।
বন্ধুত্ব এবং গোলাপের মধ্যে সবচেয়ে বড়
পার্থক্য হলো এই যে, গোলাপ কিছুক্ষনের
জন্য টিকে থাকে আর বন্ধুত্ব হলো চিরন্তন।
বন্ধুরে তুই চলার পথে থাকবি পাশে আজীবন,
এগিয়ে যেতে এই জীবনে তোকে যে খুব প্রয়োজন।
Bengali Friendship Shayari SMS
বন্ধু মানে দুটি পাখি হাসি হাসি মন
কান্না হাসির গল্প নিয়ে সারাক্ষন আড্ডা।
জীবনে ভালো থাকার জন্য প্রেম নয়,
কয়েকটা মনের মতো বন্ধুই যথেষ্ট।
বন্ধু তুমি আমার কাছে ভালো থাকার আরেক নাম,
তোমার ছোয়ায় এক নিমেষে উধাও হাজার অভিমান
Sad Status for Friend in Bengali
মনে সব সময় খুশি থাকে না সব ফুলে গন্ধ হয় না,
আমাদের বন্ধুত্ব হওয়ার ছিল নাহলে আমাদের পরিচয় হতো না।
Valobasar Bondhutto shayari
তুই আমার সকল খুশি সকল হাসির
আলো বন্ধু তোকে ছেড়ে এক মুহুর্তও
আমি থাকি না ভালো। বন্ধুত্বের কবিতা
বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক,
গল্প করব তোমার সাথে আমি সারারাত
তুমি যদি কষ্ট পাও আমায় দিও ভাগ
তোমার কষ্ট শেয়ার কর হাতে রেখে হাত।
Best SMS for Friend in Bengali
মানুষ পাল্টে যায় স্বার্থের জন্য আর
Best Friend গুলো পাল্টে যায়
প্রেমের জন্য।
যত্ন করে লিখলাম বন্ধু মন দিয়ে পড়ো
পড়ার পরে হৃদয় দিয়ে আমায় মনে করো,
তোমার কাছে কে প্রিয় জানিনা তো আমি,
কিন্তূ আমার কাছে সবার চেয়ে প্রিয় বন্ধু শুধু তুমি

Best Shayari for Friend in Bengali
কিছু কিছু ছেলে আর মেয়ে LOVER নয়,
তবুও একজন আর একজনকে হারাতে
ভয় পায় এর নাম বন্ধুত্ব।
বন্ধু তো সে যার কাছে বিশ্বাস টা
জমা রাখা যায় আর দুঃখগুলো
শেয়ার করা যায়৷।
Final Word
ধন্যবাদ বন্ধুরা পোস্টটি সম্পর্ণ পড়ার জন্য, আশা করছি এই বন্ধুত্বের শায়ারি (Bengali Friendship Shayari) কেমন লাগলো তা আমাদের অবশই জানান। যদি ভালো লেগে থাকে তবে তা অবশই Bangla Friendship SMS হিসেবে শেয়ার করতে পারেন। বাংলাতে আরো কিছু নানান শায়ারি পড়তে Bengali Shayari সংগ্রহটি তে ক্লিক করুন।

Abhi Chavan is a digital content creator with 7+ years of experience in quotes, wishes, images, and status content. He manages high-traffic websites in Hindi, Marathi, Kannada, Bengali, and more – helping users express emotions visually and meaningfully.