নমস্কার বন্ধুরা! Shayaridost.in-এ আপনাদের আন্তরিক স্বাগতম। আপনি যদি মন ছুঁয়ে যাওয়া এবং হৃদয়স্পর্শী “বাংলা শায়েরি” খুঁজে থাকেন, তাহলে এই পোস্টটি আপনার জন্য একেবারে উপযুক্ত। এখানে আপনি পাবেন অসাধারণ সব সেরা বাংলা শায়েরি যেগুলো আপনার আবেগকে নিখুঁতভাবে প্রকাশ করতে সাহায্য করবে।
এই পোস্টে থাকছে: বাংলা লাভ শায়েরি, দুঃখের বাংলা শায়েরি, ইমোশনাল বাংলা শায়েরি হোয়াটসঅ্যাপ-এর জন্য, রোমান্টিক শায়েরি বাংলা ভাষায় এবং আরও অনেক ধরনের হৃদয়স্পর্শী বাংলা শায়েরির কালেকশন – যেগুলো আপনি খুব সহজেই কপি করে ইনস্টাগ্রাম, ফেসবুক, কিংবা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবেন।
তাহলে আর দেরি কেন? এখনই পড়ুন ও শেয়ার করুন আপনার প্রিয় বাংলা শায়েরি, আর উপভোগ করুন মনের গভীর থেকে উঠে আসা শব্দের যাদু।
বাংলা শায়েরী
তুই রাগ করলে মন খারাপ হয়,
তুই কথা না বললে কষ্ট হয়,
তুই দূরে গেলেই চোখ ভিজে যায়—
কারণ তুই-ই আমার সবকিছু 🥺❤️
ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়,
মনটা যে একটা নামেই শান্ত হয়—
সেটাই তো সত্যিকারের প্রেম…💗✨
তোর হাসিটা যে এত মিষ্টি,
কে জানত এমন হতে পারে?
আমার দিন-রাত চিন্তাগুলো
সব গিয়ে পড়েছে তোর ঘরে…🌙💞
তুই বলিস না ভালোবাসিস,
তবু চোখ বলে সব কথা,
এই চোখের ইশারায়ই তো
হারিয়ে গেছি আমি প্রতি রাত্রে…👀💘
অনেক মানুষের ভিড়ে
আমি শুধু তোকে খুঁজি,
কারণ তোর মত
আমাকে আর কেউ ভালোবাসে না💗🙂
“তুমি আমার স্বপ্ন ওগো
তুমি আমার আশা
তুমি আমার এই জীবনে
প্রথম ভালবাসা।”

কিছু অসাধারণ বাংলা শায়েরী ফটো
“মেঘলা আকাশ একলা আমি
একলা আমি একলা আমার মন
ভাবছি কবে তুমি হবে আমার আপনজন।”

সেরা বাংলা শায়েরী
কেমন করে চাইলে তোমায়
নিজের করে পাবো?
আমার মতো তুমিও কি
সেই একই কথা ভাবো ?

“তোর মন খারাপের রাতে
যখন একলা আকাশ দেখিস।
খুব কাছেই আছি আমি
ইচ্ছে হলেই ডাকি।”

অন্য কাউকে পায়নি বলে
তোমাকে ভালোবাসি এমনটা নয়,
তোমাকে ভালোবাসি বলেই
অন্য কাউকে পেতে চাই না!

“উড়ো মেঘের গায়ে গায়ে
তোর চিঠি থাকে লেখা
ইচ্ছেমত নেব পড়ে,
থাকব যখন একা।”

তোমায় দেখে মনের
মাঝে উঠলো প্রেমের ঝড়
আপন করে রাখবো
তোমায় হতে দিবনা পর।
প্রেমিকার জন্য বাংলা শায়েরী ও কিছু রোমান্টিক লাইন
একটি বাগান একটি ফুল একটি ফুলের তোড়া
তাহার মাঝে থাকবে তুমি পাপড়ি দিয়ে মোড়া।
কোনদিনও পাপড়ি ছিঁড়ে করবো না যে ভুল
কারণ তুমি আমার কাছে লাল গোলাপের ফুল।

“রাত নয় চাদ আমি, সেই চাদের আলো তুমি।
মাটি নয় ফুল আমি, সেই ফুলের কলি তুমি।
আকাশ নয় মেঘ আমি, সেই মেঘের বৃষ্টি তুমি।
এভোবই মিশে থাকব, তুমি আর আমি।”
ফুল দিয়ে পুজা হয়,
পাতা দিয়ে নয়।
মন দিয়ে প্রেম হয়,
রুপ দিয়ে নয়।
তাই তো কাজী নজরুল কয়
ভালবেসে এগিয়ে যাও
নেই কোনো ভয়,
একদিন হবেই ভালবাসার জয়।

বেস্ট বাংলা শায়েরী
বন্ধু মানে স্বপ্ন বন্ধু মানে আশা
বন্ধু মানে তোমার প্রতি
আমার ভালোবাসা ৷
ভালোবেসে করিনি কোনো ভুল
তোমায় দিবো আজকে গোলাপ ফুল,
ফুলের মতো সুন্দর তোমার ওই মন
আগলে রাখবো আমি সারাক্ষন!

সেরা বাংলা শায়েরী প্রেমের
স্বপ্ন গুলো দিলাম তাতে
আরো দিলাম আশা
মনের মত সাজিয়ে নিও
আমার ভালোবাসা।

বাংলা শায়েরী funny
যত্ন করে লিখলাম বন্ধু মন দিয়ে পড়ো
পড়ার পরে হৃদয় দিয়ে আমায় মনে করো
তোমার কাছে কে প্রিয় জানিনাতো আমি
কিন্তু আমার কাছে সবার চেয়ে প্রিয় বন্ধু শুধু তুমি ৷
কাগজের নৌকাটা না হয় খেলনা কিন্তু
তোমার দেখানো স্বপ্নগুলো কি ফেলনা?
আকাশ ভারা লক্ষ তাঁরা মিটি মিটি হাসে
ঘুমের ঘোরে স্বপ্নে দেখি তুমি আমার পাশে।
“প্রয়োজন কমে গেলে
কমে যায় ফোন
জিজ্ঞাস করলে বলে সে
নাকি ভীষণ ব্যাস্ত এখন।”
Tumi amar swapno go tumi amar asha
Tumi amar ai jiboner prothom bhalobasha
Bhalobeshe korini kono bhul,
Tomay debo aaj Golap Phool,
Pholer Moton Tomar oi mon
Aagle rakhbo ami sarakhan
রোমান্টিক বাংলা শায়েরী
“ভালোবাসা শুধুমাত্র একটা শব্দ!
যতক্ষণ না কোনো স্পেশাল একজন
মানুষ আপনার জীবনে এসে
এটার মানে বুঝিয়ে দেয়।”
ভালোবাসতে মন লাগে কিন্তু
তাকে টিকিয়ে রাখতে মনের জোর লাগে।
তোমার হয়ে আছি আমি তোমার হয়ে থাকবো
সারা জীবন তোমায় আমি ভালোবেসে যাবো
পাশে থেকো সারাজীবন” দূরে যেওনা তোমায়
ছাড়া একটু আমার ভালো লাগে না।
“তোমায় নিয়ে স্বপ্ন আমার
তোমায় নিয়ে যত আশা
তোমাকে দিলাম আমার
হৃদয় ভরা ভালোবাসা।”
মনের মত পাওয়াটা হলো
ভাগ্যের ব্যাপার আর
মনের মত মানিয়ে
নেওয়াটা হলো ভালোবাসা।
“ভালবাসা মানে আবেগের পাগলামি
ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি
ভালোবাসা মানে শুধু কল্পনাতে
ডুবে থাকা ভালোবাসা মানে
অন্যের মাঝে নিজের ছায়া দেখা।”
“ভালোবাসামানে শুধু Romance করা নয়
ভালোবাসা মানে নিজের থেকেও বেশি
কাছের মানুষটির খেয়াল রাখা।”

একজন মানুষ আপনার জীবনে
এসে এটার মানে বুঝিয়ে দেয়।”
ভালোবাসা হোক কিংবা
বন্ধুত্ব পাসওয়ার্ড একটাই বিশ্বাস
“অচেনা পাখি হয়ে বেধেছিলে বাসা,
নিয়ে গেল মন তুমি ভেঙ্গে দিলে আশা।
কার আকাশে এখন তুমি মিষ্টি গান গাও,
মন ভেঙ্গে তুমি কি সুখ পাও?”

ছোট ছোট বাংলা শায়েরী
“দেয়ালে দেয়ালে খেয়ালে খেয়ালে
হিসেবে বেহিসাবে তোমাকে খুজি
আড়ালে আড়ালে কোথায় হারালে
ফিরে তুমি আর আসবে না বুঝি!”
ভালবাসা হলো এমন একটি মায়া
তুমি যত দুরে যাবে যাবে ততই কাছে
টানবে যত ভুলে যাবে ততই মনে
পড়বে আর যতটুকু হাসবে
তার থেকে বেশি কাঁদবে।
ভালোবাসার মাঝে সুখ আছে
ভালো থাকার মাঝে কষ্ট,
দূরে থাকার মাঝে টান আছে
আর মনে রাখার মাঝে প্রাণ
আছে, তাই মনে রেখো।
“কাউকে সারাজীবন পাশে পেতে চাও ভাহলে
প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে তাকে আপন করো।”
মনটা দিলাম তোমার হাতে
যতন করে রেখো হৃদয় মাঝে
ছোট্ট করে আমার ছবি এঁক।
“তুমি আমার রঙ্গিন স্বপ্ন, শিল্পীর রঙে ছবি,
তুমি আমার চাঁদের আলো, সকাল বেলার রবি
তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল,
তুমি আমার ভালবাসার আর গোলাপ ফুল।”

বন্ধু মানে স্বপ্ন বন্ধু মানে আশা
বন্ধু মানে তোমার জন্য
আমার ভালো থাকা।
মেঘ চায় বৃষ্টি
চাঁদ চায় নিশি,
মন বলে আমি তোমায়
অনেক ভালোবাসি।
গল্প গুলো বলবো তোমায়
জোছনা রাতের এই নিরালায়
তুমি আমি দুজন মিলে স্বপ্ন
নিয়ে ভাসবো চাঁদের ভেলায়৷
ভালবেসে এই মন,
তোকে চায় সারাক্ষন
আছিস তুই মনের মাঝে,
পাশে থাকিস সকাল সাঝেঁ
কি করে তোকে ভুলবে এই মন
তুই যে আমার জীবন।
আরো পড়ুন > লাভ শায়ারি

তোমার জন্য রইলো আমার সপ্ন ভেজা ঘুম
একলা থাকা শান্ত দুপুর রাত্রি নিঝুম
বাংলা শায়েরী 1 লাইনে
যদি দেখা না হয় ভেবো না দুরে আছি
যদি কথা না হয় ভেবো না ভুলে গেছি
যদি না হাঁসি ভেবো না অভিমান করেছি
যদি ফোন না করি ভেবো না হারিয়ে গেছি
শুধু মনে রেখো খুব ভালোবাসি তোমায়!

ফুল লাল পাতা সবুজ,
মন কেন এত অবুঝ
কথা কম কাজ বেশী,
মন চায় তোমার কাছে আসি
মেঘ চায় বৃষ্টি চাঁদ চায় নিশি
মন বলে আমি তোমায়,
অনেক ভালোবাসি

বন্ধু হোলো সবার প্রিয় বন্ধু অনেক দামি,
বন্ধু মানে খুশীর আমেজ একটু পাগলামি।
বন্ধু মানে একলা দুপুর বৃষ্টি রিমঝিম,
বন্ধু মানে তুমি-আমি বন্ধু Everything

বন্ধু তুমি আমার কাছে
ভালো থাকার আরেক নাম,
তোমার ছোয়ায় এক নিমেষে
উধাও হাজার অভিমান।

বাংলা শায়েরী sad
মানুষ প্রশংসা করে লোভে..সমালোচনা করে
অহংকারে আর সম্পর্ক তৈরি করে স্বার্থে..!
চাই না আমার জন্যে তোর স্বপ্ন গুলো নষ্ট হোক,
আর করবো না বিরক্ত তুই ভালো থাকিস,
তোর সব স্বপ্ন গুলো পূরণ হোক!
মানুষ হারিয়ে গেলে খুঁজে
পাওয়া যায় কিন্তু
বদলে গেলে আর
ফিরে পাওয়া যায় না।
“বুঝলে প্রিয়, কেউ কল্পনায় আগলে রাখ
আবার কেউ বাস্তবে পেয়ে অবহেলা করে ।”
সময় পেলে খোঁজ নেওয়াটা
হলো প্রেম আর সময় বের করে
খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা।
“ভুল তোমার ছিলো তুমি বুঝতে পারোনি,
রাগ আমারও ছিলো কিন্তু আমি দেখায় নি।
ভুলে যেতে আমিও পারতাম, কিন্তু চেষ্টা করিনি,
কারণ ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি ।”
“যতো ভালবাসা পেয়েছি তোমার
কাছ থেকে, দুষ্টু এই মন চায় আরো
বেশি পেতে। কি জানি তোমার মধ্যে
কি আছে? কেনো যে এ মন চায়,
তোমাকে আরো বেশি করে কাছে পেতে।”
পুরো দুনিয়ার জন্য
তুমি শুধু একজন মানুষ
কিন্তু আমার কাছে তুমিই
আমার পুরো দুনিয়া।
মিষ্টি প্রেম তো সেগুলোই যেখানে
ভালোবাসার মানুষ এবং
বেস্ট ফ্রেন্ড একজনই হয় ।”
তোমার থেকে আমার
বেশি কিছু চাওয়ার নেই
শুধু আমাকে একটু ভালোবাসা
আর সময় দিও আমি এতেই খুশি।
“নীল আকাশের মেঘের ভেলায়,
ঘাসের উপর শিশির কনায়,
প্রজাপতির রঙ্গীন ডানায়,
ফালগুনের ফুলের মেলায়,
একটা কথা তোমাকে জানাতে চাই।
রোমান্টিক বাংলা শায়েরি
“তুমি ভাবতেও পারবে না কতটা
ভালোবাসি তোমাকে। সারাদিন
শুধু তোমার কথাই ভাবি।”
প্রেম করেছো তুমি মন দিয়েছি আমি,
তবে কেন এতো অভিমান,
তুমি বিনা বাঁচে না আমার
এই প্রাণ, মন থেকে বলছি।
যার রাগ বেশি সে নিরবে অনেক
ভালোবাসতে জানে,
যে নিরবে ভালোবাসতে জানে
তার ভালোবাসার গভীরতা বেশি
আর যার ভালোবাসার গভীরতা
বেশি তার কষ্টও অনেক বেশি।
যার কাছে তোমার সম্মান ও
গুরুত্ব সবার আগে
তার কাছ থেকে পাওয়া
ভালোবাসার মূল্য অনেকখানি।
আমার মেঘলা আকাশ..
মেঘলা মন শুধু তোমায়
খোঁজে সারাক্ষণ।
বাংলা শায়েরী love
মনের মাঝে প্রেম..প্রেমের মাঝে
জীবন..জীবনের মাঝে আশা..
আশার মাঝে ভালোবাসা..
আর ভালোবাসার মাঝে শুধুই “তুমি”

প্রেমে পড়া খুব সহজ কাজ
কিন্তু কঠিন হলো নিঃস্বার্থভাবে
ভালোবেসে যাওয়া…!
নতুন মানুষ পাওয়ার পরেও যদি
পুরোনো মানুষকে ভুলতে না পারো,
তাহলে জানবে সেই মানুষটির থেকে
তোমাকে কেউ বেশি ভালোবাসতে পারেনি।
বাংলা শায়েরী attitude
যে তোমাকে খুব ভালোবাস
তাকে ধোকা দিওনা নিজকে
একবার প্রশ্ন করো যে পৃথিবীতে
এত মানুষ থাকতেও সে কেন
তোমাকে ভালোবাসলা?
Bye বলার পরেও মোবাইলের
দিকে তাকিয়ে Reply
পাওয়ার আশা আশা করাটাই
হয়তো ভালোবাস।
হৃদয় জুড়ে আছ তুমি
সারা জীবন থেক
আমায় শুধু আপন করে
বুকের মাঝে রেখো।
যখন কারো প্রতি ভালোবাসা
বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা
সুখের চেয়ে দুঃখ বেশি দেয়।
ভাবতে অবাক লাগে না
তোকে চিনতাম না তোকে
জানতাম কিন্তু আজ তোর সঙ্গে
এক মুহুর্ত কথা না বলে থাকতে পারিনা।
আমি ছিলাম আমি আছি আমি
থাকবো শুধু তোমারই জন্য।
Bengali Romantic Love Quotes >>
শেষে কথা
তো বন্ধুরা আপনাদের এই বাংলা শায়ারি (Bengali Shayari Love) সংগ্রহটি পড়তে কেমন লেগেছে টা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানতে ভুলবেন না। যদি এই ভালোবাসার শায়ারি আপনাদের পছন্দ হয়ে থেকে তবে অবশ্যই এই Bengali Shayari Images ডাউনলোড করে প্রিয়জনদের সাথে শেয়ার করুন।

🌟 আমার পরিচয় (About Me in Bangla)
হ্যালো, আমি অভি চাভান — একজন ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর, যিনি গত ৭+ বছর ধরে মানুষের অনুভূতিকে সুন্দর ভিজ্যুয়াল আর উক্তির মাধ্যমে প্রকাশ করে আসছি। বর্তমানে আমি বাংলাদেশের ঢাকা শহরে বসবাস করি এবং এখানে থেকেই আমি বাংলা ভাষায় অসাধারণ কোয়েটস, উৎসবের শুভেচ্ছা, স্ট্যাটাস ইমেজ, স্টাইলিশ DP পোস্ট এবং আরও অনেক কিছু তৈরি করি।
📌 আমার কাজের মূল উদ্দেশ্য হলো মানুষের হৃদয়ের কথা ছবির মাধ্যমে পৌঁছে দেওয়া, যাতে তারা সহজে নিজেদের অনুভূতি প্রকাশ করতে পারে। সেটা হতে পারে একটি শক্তিশালী উক্তি, কোনো উৎসবের শুভেচ্ছা, কিংবা একটি আকর্ষণীয় Instagram bio।
💻 অভিজ্ঞতা
✔️ ৭+ বছরের অভিজ্ঞতা ভিজ্যুয়াল ও উক্তি ভিত্তিক কনটেন্ট ক্রিয়েশনে✔️ একাধিক হাই-ট্রাফিক ওয়েবসাইটে কনটেন্ট ম্যানেজমেন্ট ও অবদান
🎯 দক্ষতা
✨ উৎসবের শুভেচ্ছা (Festival Wishes)✨ সোশ্যাল মিডিয়া উক্তি (Quotes for Social Media)✨ স্টাইলিশ DP ও প্রোফাইল কনটেন্ট✨ SEO ফ্রেন্ডলি কনটেন্ট
🌐 আমি যেসব ভাষায় কাজ করি
বাংলা
🤝 আমার বিশ্বাস
“কনটেন্ট শুধু শব্দ বা ছবি নয়—এটা হলো হৃদয়ের সাথে হৃদয়ের যোগসূত্র।”