নমস্কার বন্ধু, আপনারা যদি প্রেমিক/প্রেমিকা অথবা প্রিয়জনদের জন্য সেরা bengali love poem বা বাংলা লাভ কবিতার একটি উৎকৃষ্ট সংগ্রহ খুঁজে থাকেন তাহলে এই পোস্টটি আপনাকে স্বাগতাম জানাই। কারণ এই পোস্টে আমরা Love Kobita প্রেমীদের জন্য কিছু বিশেষ Romantic bengali poem এবং কাস্টোমাইজ লাভ কবিতা ছবি উপস্থাপন করেছি। আপনারা এই সুন্দর bengali love poetry সংগ্রহ থেকে আপনাদের পছন্দ মতন রোমান্টিক কবিতা ভালোবাসার মানুষের সাথে bengali love poem sms হিসাবে শেয়ার করে একে অপরের প্রতি ভালোবাসা আরো গভীর করেত পারেন। তবে আর দেরি না করে অসাধরণ এই bangla love poem গুলো পড়া যাক।
Best Romantic Love Poem in Bengali
শুধু তুমি আছো তাই,
আমি কথা খুঁজে পাই,
দূর হতে আমি তাই,
তোমায় দেখে যাই
তুমি একটু হাসো তাই,
আমি চাঁদের মিষ্টি আলো পাই!
Shudhu tumi acho tai, Ami kotha khuje pai, Dur hote ami tai, Tomay dekhe jai tumi Ektu haso tai Ami chader misti alo pai!
Best Bengali Love Poem Image
স্বপ্ন দিয়ে আঁকি আমি, সুখের সীমানা। হৃদয় দিয়ে খুঁজি আমি মনের ঠিকানা। ছায়ার মত থাকবো আমি শুধু তার পাশে, যদি বলে সে আমায় সত্যি ভালবাসে।
Bengali Romantic Poem With Pics
তুমি চাঁদ নও তবে চাঁদের আলো। তুমি ফুল নও তবে ফুলের সৌরভ। তুমি নদী নও তবে নদীর ঢেউ। তুমি অচেনা নও তুমি আমার চেনা কেউ।
Bangla Romantic kobita For Lover
তুমি আমার রঙিন স্বপ্ন,
শিল্পীর রঙে ছবি,
তুমি আমার চাঁদের আলো,
সকাল বেলার রবি,
তুমি আমার নদীর মাঝে
একটি মাত্র কুল,
তুমি আমার ভালোবাসার
গোলাপ রজনীগন্ধা ফুল।
আরো পড়ুন – Bengali Love Shayari
Tumi amar rangin swapno
Shilpir range chobi,
Tumi amar chader alo,
Sokal belar robi ,
Tumi amar ndir majhe
Ekti matr kul ,
Tumi amar bhalobasar
Golap rajanigandha ful
Romantic Love Kobita in Bangla
অল্প অল্প মেঘ থেকে,
হালকা হালকা বৃষ্টি হয়।
ছোট্ট ছোট্ট গল্প থেকে,
ভালোবাসা সৃষ্টি হয়।
মাঝে মাঝে স্বরন করলে,
সম্পর্কটা মিষ্টি হয়।
Olpo Olpo megh theke Halka halka bristi hoy Chotto Chotto galpo theke, Bhalobasa srishti hoi Majhe majhe swaron korle, Samparkta mishti hoi
তুমি সেই কবিতা! যা রোজ ভাবি তুমি সেই ছবি! যা কল্পনা করি তুমি সেই ভালবাসা! যাকে প্রতিদিন চাই আমি!
আকাশে বাতাসে উড়ছে
শিউলি ফুলের গন্ধ
ভালোবাসায় পাপ নেই তবু
লোকে কোনো বলে মন্দ
লোকের কথা শোনো না
লোকে তো বলবেই,
তার সত্বেও তোমার আমার
ভালোবাসা চিরকাল চলবেই।
Bengali Love Poetry Lines
“ভালোবাসি ভালোবাসি,
সবাই বলতে পারে।
সত্যি কারের ভালোবাসা,
কজন দিতে পারে৷”
বসে আছি একলা আমি
নিঝুম নিরালায়,
পড়ছে মনে কত কথা,
ভাবছি আমি তাই,
বন্ধু ছাড়া আমার এ মন
একলা হয়ে যাই,
বন্ধু তুমি থেকো ভালো
শুধু সেটাই আমি চাই
স্বপ্ন দিয়ে আঁকি আমি,
সুখের সীমানা ।
হৃদয় দিয়ে খুজি আমি,
মনের ঠিকানা।
ছায়ার মত থাকবো আমি,
শুধু তার পাশে,
যদি বলে সে আমায়
সত্যি ভালবাসে॥
Swapno diye aki ami, Sukher simana Hriday diye khuji ami Moner thikana Chayar moto thakbo ami Shudhu tar pashe, Jodi bole se amay Sotti valobase
Bangla Kobita For Love
'বন্ধু' তুমি কত দূরে
তোমায় শুধু মনে পড়ে
একট যদি সময় পাও
মিষ্টি একটা SMS দাও
জানি তুমি অনেক Busy
চেষ্টা করলে সব Easy
Best Romantic Poems Bangla
“মনে পড়ে তোমাকে যখন থাকি নিরবে
ভাবি শুধু তোমাকে সবসময় অনুভবে।"
Bengali Poem On Romantic Love For Gf
শুনাব না কোন গল্প, গাইব শুধু গান।
যে গানে খুজে পাবে ভালবাসার টান।
Bengali Love Poem For Lover
নিশ্চয়ই আপনাদের এই Bangla Romantic Poem গুলো খুব পছন্দ হচ্ছে। তো এই love কবিতা থেকে কিছু সেরা Romantic Kobita Line প্রেমিক বা প্রেমিকার সাথে শেয়ার করতে পারেন।
মানুষ মানুষের জন্য,
পাখি আকাশের জন্য,
সবুজ প্রকিতির জন্য,
পাহাড় ঝর্নার জন্য,
ভালোবাসা সবার জন্য,
আর তুমি শুধু আমার জন্য।
মেঘটা তোমারি থাক,
শুধু একটু ভিজতে দিও।
মনটা তোমারি থাক পারলে
একটু জায়গা দিও।
তোমার মিষ্টি হাসি টুকু লাগে
আমার ভালো তুমি আমার
ভালবাসা বেঁচে থাকার আলো
রাজার যেমন রাজ্য আছে
আমার আছ তুমি তোমায়
ছাড়া আমার জীবন শুধু মরুভুমি।
তোমার জন্য মনে আমার
অফুরন্ত আশা। সারা জীবন
পেতে চাই তোমার ভালবাসা।
ছায়ার মত থাকবো আমি,
শুধু তার পাশে,যদি বলে
সে আমায় সত্যি ভালবাসে।
মনটা দিলাম তোমার হাতে যতন করে রেখো..
হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি এঁকো!
প্রেম তুমি বরই কঠিন প্রেমে না
পরলে জীবনকে অনুভব করা যায় না।
“ভালোবেসে এই মন,
তোকে শুধু চায় সারাক্ষন।
আছিস তুই আমার মনের মাঝে,
পাশে থাকিস সকাল সাঝেঁ।”
“সকাল হলো নেই সূর্য,
ঝরছে শুধু বৃষ্টি আজ লাগছে
তোমায় কি দারুণ মিষ্টি…”
Romantic Poem in Bengali For Girlfriend
“বলবো না ভালোবাসি,
করবো না জোর ইচ্ছে হলে
ফিরে আসিস জায়গাটা শুধু তোর।”
যাকে Miss করি
সে তুমি যাকে নিয়ে স্বপ্ন দেখি
সে তুমি যাকে নিয়ে আমি ভাবি
সে আর কেউ না শুধুই তুমি!
তোমার অভিমান কমে গেলে
আমায় ডেকে নিও!
আমি এখনও তোমারই আছি,
সব সময় তোমারই থাকবো!
আজ ছন্দ মহলে মিলছে দুটি মন,
মনে মনে বলবে ওরা কথা যে সারাক্ষন,
কথার মাঝে থাকবে গভীর ভালোবাসা,
ভালোবাসার মাঝে থাকবে দুটি মনের বেকুলতা
কেউ যদি অভিমানে তোমার সাথে
কথা না বলে, বুঝে নিবে সে তোমায়
আড়ালে মিস করে.. আর কেউ
যদি না দেখে কাঁদে বুঝে নিবে
সে তোমায় ভীষণ ভালবাসে..!
বন্ধু আমি চাইনা তোমার
অসীম সুখের ভাগ,
কিন্তু যখন থাকবে দুঃখে
দিও আমায় ডাক,
তোমার দুঃখ নয়
দেখতে চাই হাসি,
মনে রেখো বন্ধু তোমায়
অনেক ভালোবাসি !
তোমার লেখা চিঠিখানি যখন
হাতে পাই মনে হয় আমার
মতো সুখি কেউ নাই……..
তুমি সেই কবিতা!যা প্রতি দিন ভাবি
কিন্তূ লিখতে পারিনা তুমি সেই ছবি!
যা কল্পনা করি কিন্তূ আঁকতে পারি না
তুমি সেই ভালবাসা! যা প্রতিদিন
চাই..কিন্তূ তা কখনো-ই পাই না
“এই বৃষ্টির নেশা তে,
চাই মন হারা তে।
সব সীমা ছাড়িয়ে,
মন চাই শুধু তোমাকে।”
“নাই বা হলো প্রতিদিন দেখা
নাই বা হলো প্রতিদিন কথা
এই মনের মাঝে শুধু তুমি ছিলে
আছো আর সারাজীবন থাকবে।”
Bangla Love Kobita SMS
“আমি হলাম সাগর
তুমি হলে ঢেউ,
চুপি চুপি প্রেম করবো
জানবে নাতো কেউ।”
“বেশি কিছু চাই না আমি,
অল্প হলেই চলবে!
রোজ সকালে নিয়ম করে,
ভালোবাসি বলবে।”
“একটি গাছ দুটি গোলাপ,
গোলাপ দুটি লাল।
তোমায় আমি ভালোবাসি
থাকবো চিরকাল।”
এই জীবনে সব পেয়েছি,
পাইনি কারো মন। জানিনা যে
এই জীবনে কে হবে আপন,
মনের মত চাই তারে চাই তার মন
হবে কি তুমি? আমার কাছের একজন।
ভালবাসা মানে আবেগ
ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি।
ভালোবাসা মানে শুধু তোর
কল্পনাতে ডুবে থাকা,
ভালোবাসা মানে তোর মধ্যে
নিজের ছায়া দেখা।
Bengali Short Love Poem
করে আমার ছবি আঁকো
স্বপ্নগুলো দিলাম তাতে আর
দিলাম আশা, নিজের মতো সাজিয়ে
নিও আমার ভালোবাসা!
প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না।
যা হয় তা হল ভালো লাগা। আর সেই
ভালো লাগা নিয়ে ভাবতে থাকলে
সৃষ্টি হয় ভালবাসা।
ব্যস্ত আমি, ব্যস্ত তুমি
চলছে তবু ভালো থাকার প্রয়াস!
শত ব্যস্ততার মাঝেও চলে
কী করছো? একটু জানার অবকাশ!
তুমি আমার আশা ও গো
তুমি ভালোবাসা।
তোমায় নিয়ে স্বপ্ন দেখি
দিনে রাতে আমি..
তোমায় জন্য রাখতে পারি
সব ধরণের বাজি।
অনেক দিন ধরে ভাবছি আমি
কিন্তু বলবো কি করে তোমায়!
আজ তোমায় বলেই ফেলি
আমি তোমায় ভালোবাসি।
মন খোঁজে সারাক্ষণ মনের মত মন,
মনের আশা পূরণ করতে তোমায় প্রয়োজন.
শূন্য মনে লুকিয়ে আছে অনেক গুলো আশা,
তার মধ্যে অন্যতম তোমার ভালবাসা।
রাতে চাঁদ, দিনে আলো.
কেন তোমায় লাগে ভালো ?
গোলাপ লাল, কোকিল কালো
সবার চেয়ে তুমি ভালো.
আকাশ নীল, মেঘ সাদা.
গোয়াল ঘরে,তুমি …..বাধা.
রাতের রঙ কালো,
জ্যোত্স্না দেয় আলো।
আকাশের রঙ নিল,
তারা ঝলে ঝিলমিল।
গোলাপের রঙ লাল,
বন্ধুত্ব থাকবে চিরকাল।
Best Bengali Poem Line for Status
ভালবাসি বাংলা ভালবাসি দেশ।
ভাল থেকো তুমি আমি আছি বেশ।
ভালবাসি কবিতা ভালবাসি সুর,
কাছে থেকো বন্ধু যেও নাকো দূর।
যতই আমি থাকি দূরে, তোমায় ভীষণ মনে পড়ে, আছি আমি তোমার ভাবনায় চিন্তায়, তোমার মন আকাশে, কালও ছিলাম আজও আছি, তোমার পাশে পাশে বন্ধু।
“ফুল যদি পারে ভালোবাসা শিখাতে,
চাঁদ যদি পারে রাতকে জাগাতে।
মেঘ যদি পারে বৃষ্টি দিতে.. তবে!
তুমি কি পারোনা.. আমায় আপন করে নিতে।”
“মিষ্টি চাঁদের মিষ্টি আলো,
বাসি তোমায় অনেক ভালো।
মিটি মিটি তারার মেলা,
দেখবো তোমায় সারাবেলা।”
“তুমি সেই স্বপ্ন পরী যাকে নিয়ে স্বপ্ন দেখি।
তুমি সেই অনুভূতি যাকে আমার মন অনুভব করে।
তুমি সেই প্রেমিকা যার ভালবাসার ছন্দ প্রেমিক আমি।"
আশা করছি এই আপনাদের এই Bengali Love Poem সংগ্রহটি খুব পছন্দ হয়েছে। রোমান্টিক লাভ কবিতা পড়ার সাথে সাথে যদি কিছু সেরা বাংলা সায়ারি পড়তে চান তাহলে অবশই এই ওয়েবসাইটে সার্চ করুন। পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।