প্রিয় পাঠকবৃন্দ, Shayaridost.in-এ আপনাকে স্বাগত! ভালবাসা যখন শব্দে প্রকাশ পায়, তখন তা হয়ে ওঠে এক অপরূপ কবিতা। আজ আমরা নিয়ে এসেছি হৃদয় ছুঁয়ে যাওয়া সেরা “Premer Kobita Bangla“, যা আপনার প্রেমের অনুভূতিকে আরও গভীর করে তুলবে।
এই পোস্টে আপনি পাবেন: Bangla Love Poems, Bhalobashar Romantic Kobita, Premer Kobita for Girlfriend/Boyfriend, Heart Touching Bangla Kobita, এবং Emotional Love Poetry in Bengali – যা আপনি সহজেই পাঠাতে পারেন আপনার ভালোবাসার মানুষকে WhatsApp, Facebook বা Instagram-এ।
তাহলে দেরি না করে এখনই পড়ুন এবং শেয়ার করুন আপনার মনের সবচেয়ে কাছের “Premer Kobita Bangla”, আর উপহার দিন প্রেমের এক সুন্দর অনুভূতি! 💕📲📝
Premer Kobita Bangla
ভালোবাসা মানে শুধু কথা নয়,
নীরবতার মাঝেও হৃদয় কথা কয়।
চোখের জল ফুরোলেও থেকে যায় অনুভব,
তুই আছিস বলেই তো পৃথিবী এখনো সুন্দর…💗
তোর হাতটা ধরলে মনে হয়,
সব ঝড় থেমে গেছে চারপাশে।
কারণ ভালোবাসা তো দূরত্বে নয়,
স্পর্শের ভিতর লুকিয়ে থাকে…🤍
তুমি আমার রঙিন স্বপ্ন,
শিল্পীর রঙে ছবি..
তুমি আমার চাঁদের আলো,
সকাল বেলার রবি..
তুমি আমার নদীর মাঝে
একটি মাত্র কুল..
তুমি আমার ভালোবাসার
সুন্দর গোলাপ ফুল..
Tumi amar rangin sopno
Shilpir ronge chobi ..
Tumi amar chader alo
Sokal belar robi
Tumi amar nadir majhe
Ekti matro kul ..
Tumi amar bhalobasar
Sundor golap phul..

শুধু তুমি আছো তাই,
আমি কথা খুঁজে পাই,
দূর হতে আমি তাই,
তোমায় দেখে যাই
তুমি একটু হাসো তাই,
আমি চাঁদের মিষ্টি আলো পাই
Bengali Romantic Premer Kobita For Girlfriend
চোখের দিকে তাকালে বুঝতে পারিস তো?
আমার হৃদয় কী বলতে চায়!
ভালোবাসা শব্দ নয়,
এ তো চোখের ভাষায় লেখা গল্প…👀✨
রাত যত গভীর হয়,
তোকে তত বেশি মনে পড়ে।
কারণ ভালোবাসা চাঁদের আলো নয়,
হৃদয়ের নরম স্পর্শ…🌙💞
মন খোঁজে সারাক্ষণ মনের মত মন মনের আশা পূরণ করতে তোমায় প্রয়োজন। শূন্য মনে লুকিয়ে আছে অনেক গুলো আশা।তার মধ্যে অন্যতম তোমার ভালবাসা।প্রেমের কবিতা।
শ্রেষ্ঠ রোমান্টিক প্রেমের কবিতা বাংলা

প্রেমের কবিতা, Romantic Love Poem Bengali
তোমার লেখা চিঠিখানি যখন
হাতে পাই মনে হয় আমার
মতো সুখি কেউ নাই……..
তুই পাশে থাকলে শান্তি পাই,
বুকের ভেতর বাতাস থেমে যায়।
জীবনের সব আনন্দের নাম যদি একটা হয়—
তা হলো তুই…❤️
ভালোবাসা মানে দু’জন মিলে হাঁটা পথ,
দুঃখ-কষ্ট ভাগ করে নেওয়া।
হাতে হাত রেখে যদি পাশে থাকিস,
জীবনও গান হয়ে যায়…🎶💗
Tomar lekha chitthikhani
Jakhon hate pai mone
Hoi amar moto sukhi keu nai
স্বপ্ন দিয়ে আঁকি আমি সুখের সীমানা।
হৃদয় দিয়ে খুঁজি আমি মনের ঠিকানা।
ছায়ার মত থাকবো আমি শুধু তার পাশে
যদি বলে সে আমায় সত্যি ভালবাসে।
Swapno diye aki ami sukher simana
Hriday diye khuji ami moner thikana
Chayar moto thakbo ami shudhu tar
Pashe jodi bole se amay sotti bhalbase
প্রেমের কবিতার ছবি

আরো পড়ুন – রবীন্দ্রনাথ ঠাকুরে প্রেমের কবিতা ও উক্তি
তুমি সেই কবিতা!যা প্রতি দিন ভাবি কিন্তূ লিখতে পারিনা তুমি সেই ছবি! যা কল্পনা করি কিন্তূ আঁকতে পারি না তুমি সেই ভালবাসা! যা প্রতিদিন চাই..কিন্তূ তা কখনো-ই পাই না
তোকে দেখি আর জীবন বদলে যায়,
হৃদয়টা মাখন হয়ে গলে যায়।
তুই আছিস, এটাই তো যথেষ্ট—
ভালোবাসার সংজ্ঞা এই তো! 🤍✨
মেঘের কাছে যদি জিজ্ঞাসা করো,
সে বৃষ্টি হয়ে নামে কেন—
ঠিক তেমনি আমায় জিজ্ঞাসা করো,
আমি তোকে ভালোবাসি কেন…💗🌧️
এই জীবনে সব পেয়েছি,
পাইনি কারো মন। জানিনা যে
এই জীবনে কে হবে আপন,
মনের মত চাই তারে চাই তার মন
হবে কি তুমি? আমার কাছের একজন।
Bangla Premer Kobita For Status
ভালবাসা মানে আবেগ
ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি।
ভালোবাসা মানে শুধু তোর
কল্পনাতে ডুবে থাকা,
ভালোবাসা মানে তোর মধ্যে
নিজের ছায়া দেখা।
ফুলের চেয়েও মিষ্টি তুমি, হীরের চেয়ে দামি।
প্রাণের চেয়ে প্রিয় তুমি, কেমনে ভুলি আমি।
Phooler chaeo mishti tumi, Hirer chaeo dami Praner chaeo priy tumi, Kemone bhuli ami
মনটা দিলাম তোমার হাতে
যত্ন করে রেখো হৃদয় মাঝে ছোট্ট
করে আমার ছবি আঁকো
স্বপ্নগুলো দিলাম তাতে আর
দিলাম আশা, নিজের মতো সাজিয়ে
নিও আমার ভালোবাসা!
Monta dilam tomar hate
jatn kore rekho hriday majhe
chhotto kore amar chobi ako
swapno gulo dilam tate ar
dilam asha, nijer moto sajiye
nio amar bhalobasa!

Romantic Love Kobita in Bengali
আরো পড়ুন –
Bengali Love Quotes
Love Shayari Bengali
Friendship Kobita Bangla
বুক ভরা ভালোবাসা আমি রেখেছি
তোমার জন্য তুমি যে আমার আমি
যে তোমার তুমি শুধু আমার জন্য।
তোর নামটা যখন ঠোঁটে আসে,
মনে হয় পৃথিবী থেমে গেছে থেমে।
কারণ ভালোবাসা তো সময়ের নয়—
এ তো হৃদয়ের অনন্ত স্রোত…⏳💞
ধর, আমরা দু’জন চুপচাপ বসে থাকলাম,
কথা একটাও হলো না।
তবুও মনে হবে সব কথা বলে ফেলেছি—
এটাই তো ভালোবাসা…🤍🌸
তুমি চাঁদ নও তবে চাঁদের আলো।
তুমি ফুল নও তবে ফুলের সৌরভ।
তুমি নদী নও তবে নদীর ঢেউ।
তুমি অচেনা নও তুমি আমার চেনা কেউ
ফুল লাল, পাতা সবুজ, মন কেন
এতো অবুজ। কথা কম কাজ বেশি
মন চায় তোমার কাছে আসি।
মেঘ চায় বৃষ্টি, চাঁদ চায় নিশি
মন বলে আমি তোমায়
অনেক অনেক অনেক ভালোবাসি…
সেরা প্রেমের কবিতা Romantic Kobita Bangla
আজ ছন্দ মহলে মিলছে দুটি মন মনে মনে বলবে ওরা সারাক্ষন, কথার মাঝে থাকবে গভীর ভালোবাসা ভালোবাসার মাঝে থাকবে দুটি মনের বেকুলতা। ভালবাসার কবিতা।
পৃথিবীটা তোমারি থাক,
পারলে নীল্ রং দিও,
আকাশটা তোমারি থাক,
কিছু তারা দিও,
মেঘ টাও তোমারি থাক,
একটু ভিজিটে দিও,
হৃদয়টা তোমারি থাক,
পারলে একটু জায়গা দিও
নতুন বাংলা প্রেমের কবিতা স্ট্যাটাস
প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না।
যা হয় তা হল ভালো লাগা। আর সেই
ভালো লাগা নিয়ে ভাবতে থাকলে
সৃষ্টি হয় ভালবাসা।
প্রথম প্রেমের রোমান্টিক কবিতা
আমি হাসতে ভালোবাসি
কাঁদতে নয়..
আমি আনন্দ দিতে ভালবাসি
কষ্ট দিতে নয়..
আমি তোমার মনকে ভালবাসি
তোমার রূপকে নয়..
আমি সবকিছু ভুলে যেতে পারি..
কিন্তু তোমাকে নয়…
মন যদি আকাশ হত তুমি হতে চাঁদ
ভালবেসে যেতাম শুধু হাতে রেখে হাত।
সুখ যদি হৃদয় হত তুমি হতে হাসি,
হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম
তোমায় ভালবাসি..!!
আবার যদি বৃষ্টি নামে
আমিই তোমার প্রথম হবো…
লেপ্টে যাওয়া শাড়ির মতো
অঙ্গে তোমার জড়িয়ে রবো
তোমার পথের পানে চাহি
আমার মন পাখি গান গায়
কবে তুমি আসবে সাথী
ঠিক করে বলোনা আমায়।
তাকে কখনো খুঁজো না যে
পৃথিবীতে বেশি সুন্দর বরং
শুধু তাকেই খোঁজো যার কারণে
তোমার পৃথিবী সুন্দর।
আধুনিক প্রেমের কবিতা বাংলা
রাজার আছে অনেক ধন
আমার আছে একটি মন
পাখির আছে ছোট্ট বাসা।
আমার মনে একটি আশা।
তোমায় শুধু ভালোবাসা
ফুলের মতন মিষ্টি তুমি,
মিষ্টি তোমার মন…
ভালোবেসে করো তুমি আমায়
তোমার আপনজন।
মন থাকলে বুঝে নিও
আমার মনের ভাষা,
কার জন্যে বুকের মাঝে
জাগে অনেক খানি আশা
ব্যস্ত আমি, ব্যস্ত তুমি চলছে তবু ভালো থাকার প্রয়াস! শত ব্যস্ততার মাঝেও চলে কী করছো? একটু জানার অবকাশ!
"দিন যায় রাত আসে কেউ দুরে কেউ কাছে তুমি আছো কতো দুরে… তবুও আছো হৃদয় জুড়ে।
আপনাদের এই রোমান্টিক প্রেমের কবিতা কেমন লেগেছে তা অবশই আমাদের কমেন্ট এর মাধ্যমে জানানবেন। আর হ্যাঁ আপনিও যদি Premer Kobita Bangla বাংলা প্রেমের কবিতা লিখতে ভালোবাসেন তাহলে অবশই আপনাদের কবিতা কমেন্ট এর মাধ্যমে পোস্ট করুন যাতে আপনার দ্বারা লেখা রোমান্টিক কবিতা সকলে পড়তে পারে। এছাড়া নানান লাভ সায়ারি ও স্টেটাস শেয়ার করতে এই ওয়েবসাইটে সার্চ করুন,ধন্যবাদ।

🌟 আমার পরিচয় (About Me in Bangla)
হ্যালো, আমি অভি চাভান — একজন ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর, যিনি গত ৭+ বছর ধরে মানুষের অনুভূতিকে সুন্দর ভিজ্যুয়াল আর উক্তির মাধ্যমে প্রকাশ করে আসছি। বর্তমানে আমি বাংলাদেশের ঢাকা শহরে বসবাস করি এবং এখানে থেকেই আমি বাংলা ভাষায় অসাধারণ কোয়েটস, উৎসবের শুভেচ্ছা, স্ট্যাটাস ইমেজ, স্টাইলিশ DP পোস্ট এবং আরও অনেক কিছু তৈরি করি।
📌 আমার কাজের মূল উদ্দেশ্য হলো মানুষের হৃদয়ের কথা ছবির মাধ্যমে পৌঁছে দেওয়া, যাতে তারা সহজে নিজেদের অনুভূতি প্রকাশ করতে পারে। সেটা হতে পারে একটি শক্তিশালী উক্তি, কোনো উৎসবের শুভেচ্ছা, কিংবা একটি আকর্ষণীয় Instagram bio।
💻 অভিজ্ঞতা
✔️ ৭+ বছরের অভিজ্ঞতা ভিজ্যুয়াল ও উক্তি ভিত্তিক কনটেন্ট ক্রিয়েশনে✔️ একাধিক হাই-ট্রাফিক ওয়েবসাইটে কনটেন্ট ম্যানেজমেন্ট ও অবদান
🎯 দক্ষতা
✨ উৎসবের শুভেচ্ছা (Festival Wishes)✨ সোশ্যাল মিডিয়া উক্তি (Quotes for Social Media)✨ স্টাইলিশ DP ও প্রোফাইল কনটেন্ট✨ SEO ফ্রেন্ডলি কনটেন্ট
🌐 আমি যেসব ভাষায় কাজ করি
বাংলা
🤝 আমার বিশ্বাস
“কনটেন্ট শুধু শব্দ বা ছবি নয়—এটা হলো হৃদয়ের সাথে হৃদয়ের যোগসূত্র।”