111+ Bangla Kobita on Friendship | সেরা বন্ধুত্ব নিয়ে কবিতা 2025

  • Reading time:12 mins read

প্রিয় পাঠকবৃন্দ, Shayaridost.in-এ আপনাকে আন্তরিক স্বাগতম! বন্ধুত্ব মানেই এক অমূল্য সম্পর্ক, যা জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের পাশে থাকে। আজ আমরা নিয়ে এসেছি সবচেয়ে সুন্দর ও হৃদয়স্পর্শী “Bangla Kobita on Friendship“, যা আপনার বন্ধুদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করার সেরা উপায়।

এই পোস্টে আপনি খুঁজে পাবেন: Friendship Poems in Bengali, Bondhutter Kobita, Bengali Kobita for Best Friends, Emotional Dosti Kobita Bangla, এবং Heart Touching Lines for Friend in Bangla, যা আপনি সহজেই WhatsApp, Facebook, বা Instagram-এ শেয়ার করতে পারেন।

তাহলে আর দেরি কেন? পছন্দ করুন আপনার প্রিয় “Bangla Kobita on Friendship” এবং আপনার দোস্তকে দিন একটুকরো ভালোবাসা কবিতার মাধ্যমে! 📖🌼👫

Bangla Kobita on Friendship

দূরে থেকেই চাইছি আমি
বন্ধু তুমি ভালো থেকো,
জানি তুমি ব্যস্ত খুবই তবুও
নিজের খেয়াল রেখো

dure thekei chaichi ami bondhu
tumi bhalo theko , jani tumi byasto
khuboi tobuo nijer kheyal rekho

Bondhutto Niye Kobita SMS

বন্ধুত্ব নিয়ে কবিতা – Bengali Friendship Kobita

বন্ধু হোলো সবার প্রিয় বন্ধু অনেক দামি
বন্ধু মানে খুশীর আমেজ একটু পাগলামি।
বন্ধু মানে একলা দুপুর বৃষ্টি রিমঝিম,
বন্ধু মানে তুমি-আমি বন্ধু Everything

ভালবাসি বাংলা ভালবাসি দেশ
ভাল থেকো তুমি আমি আছি বেশ
ভালবাসি কবিতা ভালবাসি সুর
কাছে থেকো বন্ধু যেও নাক দূর।

Bondhutto Niye Kobita, Friendship Poem in Bengali
Bangla Bondhutto Kobita

বসে আছি একলা আমি নিঝুম নিরালায়,
পড়ছে মনে কত কথা ভাবছি আমি তাই,
বন্ধু ছাড়া আমার এ মন একলা হয়ে যাই,
বন্ধু তুমি ভালো থেকো শুধু এটাই আমি চাই1

Bengali Kobita for Friend

সেরা বন্ধু নিয়ে কবিতা

বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক,
গল্প করব তোমার সাথে আমি সারারাত
তুমি যদি কষ্ট পাও আমায় দিও ভাগ
তোমার কষ্ট শেয়ার কর হাতে রেখে হাত

Best Friendship Kobita in Medium

Friendship Kobita in Bengali

বন্ধু তুই কোথায় গেলি আমাকে না বলে
আমি আজ চেয়ে আছি তোর পথের পানে,
জানি তুই আসবি ফিরে একদিন হঠাৎ করে,
সে দিন ও দেখবি বন্ধু আমি যাই নিই তোকে ভুলে!

Miss You Friendship Poem in Bengali

বন্ধু নিয়ে কবিতা SMS

“মেঘের হাতে একটি চিঠি পাঠিয়ে দিলাম
আজ, বন্ধু আছি অনেক দূরে হাতে অনেক
কাজ বৃষ্টি তুমি একটি বার জানিয়ে দিও
তাকে বন্ধু তোমার পাশেই আছি
হাজার কাজের ফাঁকে!”

Bondhutto Kobita SMS in Bengali for Best Friend

যত্ন করে লিখলাম বন্ধু মন দিয়ে পড়ো
পড়ার পরে হৃদয় দিয়ে আমায় মনে করো,
তোমার কাছে কে প্রিয় জানিনা তো আমি,
কিন্তূ আমার কাছে সবার চেয়ে প্রিয় বন্ধু শুধু তুমি

Jatn kore likhlam bondhu mon
diye podo podar pore hriday diye
amay mone koro , tomar kache ke
priy janina to ami , kintu amar kache
sabar chae priy bondhu shudhu tumi

Bondhu Niye Kobita Bangla

বাছাই করা সেরা বন্ধুত্ব নিয়ে ছন্দ

বন্ধু মানে ফুল বাগানে একটা সুখের নীড়,
বন্ধু মানে মুক্ত আকাশ সুখ পাখিদের ভিড়া

বন্ধু হলো কাছের মানুষ কথা বলা অন্তর খুলে,
বন্ধু হলো রঙিন ফানুস উড়াও কষ্ট ভুলে

বন্ধু মানে রোদেলা দুপুরে একটু শীতল ছায়া
বন্ধু মানে শীতের ভারে রোদের উষ্ণতা পাওয়া।

বন্ধু মানে কাছে আসা দুটি মনের টান,
বন্ধু মানে বিলিয়ে দেওয়া আপন মন ও প্রাণ।

ছোটবেলা হারিয়ে যায় বড় হওয়ার ফাঁকে,
আজোও কি কেউ বিকাল হলে খেলবি বলে ডাকে?

আরো পড়ুন –

Bangla Friend Quotes

Friendship Shayari in Bengali

Bondhutter Kobita

বন্ধুত্ব নিয়ে কবিতা ও ছন্দ

ছেড়েছ তো অনেক কিছুই পুরনো সেই হাসি
সকাল বিকেল জানিয়ে দেয়া বন্ধু তোমায় ভালবাসি

রাতে যেমন চন্দ্র থাকে সঙ্গে হাজার তারা কে
আছে আর আপন আমার বন্ধু তুমি ছাড়া

বন্ধু মানে ভালোবাসা উজাড় করে মন,
বন্ধু মানে পাশে থাকা সারাটা জীবন।

বন্ধু তোর রঙিন সব স্বপ্ন যদি হারিয়ে ফেলে রং,
গোধূলির আবির মেখে তোর রাঙিয়ে দেবো মন।

Bangla Bondhutter Kobita SMS

বন্ধু মানে ছন্দ, বন্ধু মানে আড্ডা বন্ধু মানে
তিমিরে জোৎস্না, বন্ধুত্ব স্মৃতির কবিতা

বন্ধু রে তুই ভীষন ভালো ভালো রে তোর মন,
চলার পথে তোকেই বন্ধু বড্ড প্রয়োজন।

Bangla Bondhutter Kobita

যেমন ছিলাম তেমন আছি,
বন্ধু তোমার পাশা-পাশি,
ভাবছো হয়তো ভুলে গেছি,
কেন ভাবছো মিছে-মিছি ।
যদি তোমায় ভুলে যেতাম,
তাহলে কি আর SMS করতাম

বন্ধু তোমায় আকাশ দেব দেব ফুলের মালা,
তুমি শুধু মনে রেখো আমায় সারা বেলা।

Bangla Bondhutter Kobita Line

বেস্ট ফ্রেন্ড নিয়ে কবিতা

বন্ধু মানে একটু চাওয়া আর অনেকখানি
পাওয়া ভোর সকালে পুব আকাশে ঊষার মিষ্টি ছোঁয়া

বন্ধু মানে শীতের সকাল সোনা রোদের হাসি,
বন্ধু মানে ঝগড়া, তবু তোকেই ভালোবাসি।

অল্প অল্প মেঘ থেকে হালকা হালকা বৃষ্টি হয় ।
ছোট্ট ছোট্ট গল্প থেকে ভালবাসার সৃষ্টি হয় ।
মাঝে মাঝে ফোন করলে সম্পর্কটা মিষ্টি হয়

Bondhur Jonno Kobita SMS in Bengali

Bangla Poem on Friendship

বন্ধু মানে নীল সাগরে উছলেপড়া ঢেউ
বন্ধু মানে মনের মতো খুঁজে পাওয়া
কেউ বন্ধু মানে দূরে থেকেও মনের কাছাকাছি।
সকাল বিকাল জানিয়ে দেওয়া বন্ধু আমি আছি

বেস্ট ফ্রেন্ড এর জন্য সেরা কবিতা

সুন্দর এই পৃথিবী, স্নিগ্ধ তার বাতাস,
সপ্নিল এই জীবন, স্মৃতি ময় তার আকাশ,
শিশির ভেজা পথ কুয়াশায় ঢাকা,
বন্ধু তোমার সাথে কেনো হয় না আমার দেখা ??

Bangla Bondhutto Kobita

একটা ফুল চাই গোলাপের মতো।
একটা পাখি চাই কোকিলের মতো।
কিছু সুখ চাই স্বপনের মতো আর
একটা বন্ধু চাই মনের মতো।

Best Friend er Jonno Bengali Friendship Poem

আমি মেঘের মতো চেয়ে থাকি,
চাঁদের মতো হাসি,
তাঁরার মতো জ্বলে থাকি,
বৃষ্টির মতো কাঁদি,
দূর থেকে বন্ধু আমি
শুধু তোমার কথা ভাবি।

Bengali Friendship Poem for Status

বন্ধু আমার সাথী আমার থাকবে সাথে চিরকাল ।
সুখে,দুঃখে থাকবে পাশে দুই মিষ্টি দেবে বন্ধুত্বের
প্রতিদান যতই ঝড় ঝাপটা আসুক রুখে দাড়াবো
দুজনেই তবেই না থাকবে মোদের বন্ধুত্ব চিরকাল ।

বন্ধু মানে আর কিছু নয় দুটি মনের মিল,
বন্ধু মানে কাছে আসা উজাড় করা দিন

Bengali Poetry Lines for Friends

বন্ধু মানে নীল সাগরে উপছে পড়া
ঢেউ বন্ধু মানে মনের মাঝে
খুঁজে পাওয়া আপন কেউ।

Bangla Bondhutto Kobita

সেরা বেস্ট ফ্রেন্ড নিয়ে কবিতা লাইন বাংলা

“আমাদের এই বন্ধুত্ব যেন সমুদ্রের
মাঝে গভীর ঘনত্ব। আজ হৃদয় মাঝে
বন্ধু শুধু তোমার ই রাজত্ব।
হে ঈশ্বর, যেন অমর রহে
আমাদের এই বন্ধুত্ব।”

বন্ধু মানে গভীর রাতে হঠাৎ টেলিফোন,
বন্ধু মানে কথার মাঝে হারিয়ে যাওয়া মন,
বন্ধু মানে হাসি ঠাট্টা জয় পরাজয়,
বন্ধু মানে অশ্রু ফেলার নীরব আশ্রয়।

বন্ধু মানে কাছে থাকা নয়
পাশে থাকার নাম বন্ধুত্ব
মিথ্যা বলে মনভোলানো নয়,
সত্যি বলে সাহস জাগানোর নাম বন্ধুত্ব !
ভুল দেখে সরে যাওয়া নয়,
ভুল শুধরে দিয়ে ভালবাসার নাম বন্ধুত্ব !
সময়ের সাথে পাল্টে যাওয়া নয়,
সময়কে পাল্টা জবাব দেওয়ার নাম বন্ধুত্ব !

Bondhutto Niye Best Kobita Line in Bangla Medium

রাত সুন্দর চাঁদ উঠলে, দিন সুন্দর সূর্য উঠলে,
বাগান সুন্দর ফুল ফুটলে আর জীবন সুন্দর।
তোমার মত ভাল একটা বন্ধু থাকলো

বন্ধুত্ব নিয়ে কবিতা লাইন

বন্ধু তুমি আমার কাছে
ভালো থাকার আরেক নাম,
তোমার ছোয়ায় এক নিমেষে
উধাও হাজার অভিমান

হারিয়ে যাওয়া পুরনো দিনগুলো
মনে পড়ে যায় কাটিয়ে দিতাম সেই
দিনগুলো হাসির ঠিকানায় জানিনা
কোথায় আছো কবে দেখা হবে বন্ধু,
তোমায় ছাড়া আমি হয়ে গেছে আমি একা

Bondhutto Kobita In Bengali

বন্ধু মানে একলা পথে বাড়িয়ে দেয়া হাত,
বন্ধু মানে থাকবো পাশেই হোক না যতই রাত।
বন্ধু মানে সকাল সন্ধ্যা তোর পেছনেই লাগা,
মাঝে মাঝে তোর জামা না বলে নিয়েই ভাগা!
বন্ধু মানে সাত সমুদ্র বন্ধু নেই মানে দুনিয়াটাই ফাঁকা।

Best Bengali Poetry Lines on Friends

বন্ধুত্ব হাসায় কখনো বন্ধুত্ব রাগায়
বন্ধুত্ব দুঃখ কমায় আবার বন্ধুত্ব
আনন্দ বাড়ায় বন্ধুত্ব এমন একটি
সম্পর্ক যার সাথে জীবনের
সবকিছুই শেয়ার করা যায়

মনটা হলো উড়াল পাখি, উড়ে উড়ে যায়,
যাওয়ার সময় হটাৎ একটা মানুষের দেখা
পায় মনকে আমি প্রশ্ন করি কি বলতে চাও?
মন বলে ওকে তোমার বন্ধু করে নাও

Bondhutto Kobita In Bengali

Best বন্ধুত্ব নিয়ে স্ট্যাটাস

ইচ্ছে হলে মনে রেখো ভুলে যেও না,
মনে পড়লে কথা বলো অভিমান করোনা,
ভুল হলে ক্ষমা করো রাগ করো না
দুঃখ পেলে জানিয়ে দিও লুকিয়ে রেখোনা।

Friendship Poem in Bengali Medium

জনপ্রিয় বন্ধুত্ব এবং বন্ধু নিয়ে উক্তি

পাগলামি ছাড়া প্রেম হয় না
প্রজা ছাড়া রাজা হয় না
মেঘ ছাড়া বৃষ্টি হয় না আর
দুষ্টামি ছাড়া বন্ধু হয় না।

বন্ধু মানে পাশে থাকা বন্ধু মানে
ভালোবাসা বন্ধু মানে আড্ডা দেওয়া
বন্ধু মানে সিক্রেট জানা বন্ধু মানে
ভরসা বন্ধু মানে তোর আমার সম্পর্কটা

Friendship kobita in Bangla for Status

সেরা বন্ধু নিয়ে কবিতা স্ট্যাটাস

হয়তো সময় যাবে থেমে,
হয়তো সুর্য যাবে ডুবে,
হয়তো কেউ রবে না পাশে,
ভয় পেয় না তুমি হবেনা একা,
হাত বাড়ালেই পাবে তুমি
তোমার বন্ধুর দেখা।

বন্ধু বলে ডাকো যারে সে কি
তোমায় ভুলতে পারে যেমন ছিলাম
তোমার পাশে আজও আছি ভালোবেসে।