Bangla Premer Kobita | সেরা রোমান্টিক প্রেমের কবিতা
Reading time:7 mins read
Romantic Premer Kobita Bengali – হ্যালো বন্ধু, আজ এই আর্টিক্যাল এর দ্বারা আপনদের সাথে কিছু সেরা নতুন প্রেমের কবিতার (Bangla Premer Kobita) একটি সংগ্রহ প্রস্তুত করা হয়েছে। আপনি যদি নিজদের প্রেমিক বা প্রেমিকার সাথে চ্যাট করতে করতে ছোট ছোট রোমান্টিক প্রেমের কবিতা করে করে তার ইম্প্রেস করতে চান তাহলে প্রেমের SMS হিসাবে শেয়ার করার জন্য এই সমস্ত বাংলা প্রেমের কবিতা খুব ভালো হবে। এছাড়াও আপনি যদি প্রেমের কবিতা Text ছাড়াও কিছু প্রেমের কবিতার ছবি ডাউনলোড করতে চান তার জন্য কিছু নতুন কাস্টোমাইজ ভালোবাসার ও প্রেমের কবিতার সাথে সাথে সুন্দর সুন্দর প্রেমের কবিতার ইমেজ বানানো হয়েছে যা ডাউনলোড করে WhatsApp স্ট্যাটাস হিসেবে বা মেসেজ রূপে প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন।
তুমি আমার রঙিন স্বপ্ন, শিল্পীর রঙে ছবি.. তুমি আমার চাঁদের আলো, সকাল বেলার রবি.. তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল.. তুমি আমার ভালোবাসার সুন্দর গোলাপ ফুল..
তুমি সেই কবিতা!যা প্রতি দিন ভাবি
কিন্তূ লিখতে পারিনা তুমি সেই ছবি!
যা কল্পনা করি কিন্তূ আঁকতে পারি না
তুমি সেই ভালবাসা! যা প্রতিদিন
চাই..কিন্তূ তা কখনো-ই পাই না
এই জীবনে সব পেয়েছি, পাইনি কারো মন। জানিনা যে এই জীবনে কে হবে আপন, মনের মত চাই তারে চাই তার মন হবে কি তুমি? আমার কাছের একজন।
Bangla Premer Kobita For Status
ভালবাসা মানে আবেগ ভালোবাসা মানে কিছুটা দুষ্টামি। ভালোবাসা মানে শুধু তোর কল্পনাতে ডুবে থাকা, ভালোবাসা মানে তোর মধ্যে নিজের ছায়া দেখা।
ফুলের চেয়েও মিষ্টি তুমি, হীরের চেয়ে দামি। প্রাণের চেয়ে প্রিয় তুমি, কেমনে ভুলি আমি।
Phooler chaeo mishti tumi,
Hirer chaeo dami
Praner chaeo priy tumi,
Kemone bhuli ami
মনটা দিলাম তোমার হাতে যত্ন করে রেখো হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি আঁকো স্বপ্নগুলো দিলাম তাতে আর দিলাম আশা, নিজের মতো সাজিয়ে নিও আমার ভালোবাসা!
Monta dilam tomar hate jatn kore rekho hriday majhe chhotto kore amar chobi ako swapno gulo dilam tate ar dilam asha, nijer moto sajiye nio amar bhalobasa!
প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না। যা হয় তা হল ভালো লাগা। আর সেই ভালো লাগা নিয়ে ভাবতে থাকলে সৃষ্টি হয় ভালবাসা।
প্রথম প্রেমের রোমান্টিক কবিতা
আমি হাসতে ভালোবাসি কাঁদতে নয়.. আমি আনন্দ দিতে ভালবাসি কষ্ট দিতে নয়.. আমি তোমার মনকে ভালবাসি তোমার রূপকে নয়.. আমি সবকিছু ভুলে যেতে পারি.. কিন্তু তোমাকে নয়…
মন যদি আকাশ হত তুমি হতে চাঁদ ভালবেসে যেতাম শুধু হাতে রেখে হাত। সুখ যদি হৃদয় হত তুমি হতে হাসি, হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম তোমায় ভালবাসি..!!
আবার যদি বৃষ্টি নামে আমিই তোমার প্রথম হবো… লেপ্টে যাওয়া শাড়ির মতো অঙ্গে তোমার জড়িয়ে রবো
তোমার পথের পানে চাহি আমার মন পাখি গান গায় কবে তুমি আসবে সাথী ঠিক করে বলোনা আমায়।
তাকে কখনো খুঁজো না যে পৃথিবীতে বেশি সুন্দর বরং শুধু তাকেই খোঁজো যার কারণে তোমার পৃথিবী সুন্দর।
আধুনিক প্রেমের কবিতা বাংলা
রাজার আছে অনেক ধন আমার আছে একটি মন পাখির আছে ছোট্ট বাসা। আমার মনে একটি আশা। তোমায় শুধু ভালোবাসা
ফুলের মতন মিষ্টি তুমি, মিষ্টি তোমার মন… ভালোবেসে করো তুমি আমায় তোমার আপনজন। মন থাকলে বুঝে নিও আমার মনের ভাষা, কার জন্যে বুকের মাঝে জাগে অনেক খানি আশা
ব্যস্ত আমি, ব্যস্ত তুমি
চলছে তবু ভালো থাকার প্রয়াস!
শত ব্যস্ততার মাঝেও চলে
কী করছো? একটু জানার অবকাশ!
"দিন যায় রাত আসে
কেউ দুরে কেউ কাছে
তুমি আছো কতো দুরে…
তবুও আছো হৃদয় জুড়ে।
আপনাদের এই রোমান্টিক প্রেমের কবিতা কেমন লেগেছে তা অবশই আমাদের কমেন্ট এর মাধ্যমে জানানবেন। আর হ্যাঁ আপনিও যদি বাংলা প্রেমের কবিতা লিখতে ভালোবাসেন তাহলে অবশই আপনাদের কবিতা কমেন্ট এর মাধ্যমে পোস্ট করুন যাতে আপনার দ্বারা লেখা রোমান্টিক কবিতা সকলে পড়তে পারে। এছাড়া নানান লাভ সায়ারি ও স্টেটাস শেয়ার করতে এই ওয়েবসাইটে সার্চ করুন,ধন্যবাদ।