75+ Best Bangla Love Shayari | প্রেমের রোমান্টিক এসএমএস
Reading time:10 mins read
Bangla Love Shayari – নমস্কার বন্ধুরা! আজকের পোস্টে আমরা আপনাদের জন্য কিছু সেরা প্রেমের শায়েরী (Premer Shayari Bangla) নিয়ে এসেছি।
আপনি কি প্রেমিক-প্রেমিকার জন্য রোমান্টিক শায়েরি খুঁজছেন? তাহলে এই পোস্টটি শুধুমাত্র আপনার জন্য!
এখান থেকে আপনি সহজেই Bangla Love Shayari ফটো বা Bengali Love Shayari কপি করে নিতে পারেন। এগুলো WhatsApp Status, Facebook, Instagram, বা সরাসরি প্রিয়জনের সাথে শেয়ার করুন!
রাত নয় চাদ আমি, সেই চাদের আলো তুমি। মাটি নয় ফুল আমি, সেই ফুলের কলি তুমি। আকাশ নয় মেঘ আমি, সেই মেঘের বৃষ্টি তুমি। এভোবই মিশে থাকব, তুমি আর আমি।
Bengali Love Shayari in English Font
Raat noi chand ami, sei chander aalo timi, Maati noi phol ami sei phular koli tumi, Aksha noi megh ami sei megaher bristi tumi Ai bhabei mishe thakbo tumi ar ami #Bangla Love Shayari
চাঁদ তমি যেমন রাতকে ভালোবাসো,
আমিও তেমনি একজনকে ভালবাসি।
তোমার ভালবাসা যেমন কেউ বোঝেনা
তেমনি আমার ভালবাসা সে বোঝেনা।
যদি তুমি ভালোবাসো মোরে তবে কখনো যেওনা চলে দূরে সারাজীবন আমায় তুমি বুকে টেনে রেখো আমার স্মৃতি মনের মাঝে যত্ন করে রেখো
রোমান্টিক ভালোবাসার শায়ারি প্রেমিকার জন্য
লাল গোলাপের পাপড়ি দিয়ে লিখবো তোমার নাম হাজার পাখির সুর দিয়ে গাইবো তোমার গান তুমি আমার জান আমি আমার আশা তোমার জন্য রইল আমার অনেক ভালোবাসা
Emotional Love Shayari in Bengali
আমাকে ছাড়া যদি সুখি হতে পারো,
তাহলে আর ফিরে এসো না।
কিন্তু আমি হীনা তুমি যদি কষ্টে থাকো,
তবে ফিরে এসো আগের মতোই
ভালোবাসবো তোমাই কথা দিলাম।
Bangla Romantic Line for SMS
তোকে চাই ভালোবাসাতে তোকে চাই হাজার কষ্টের মধ্যে রাখতে তোকে চাই প্রতিটা আনন্দের মূহুর্তে তোকে চাই আমার কষ্টের সঙ্গী হিসাবে তোকে চাই প্রতিটা সকাল তোকে চাই সারাটাজীবন এর জন্য।
জীবনকে খুঁজতে গিয়ে তোমাকে পেয়েছি নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি, জানতাম না কাকে বলে ভালোবাসা, ভালোবাসার মানে শিখিয়েছো তুমি।
মন আছে বলে আজ ভালোবাসার খুব প্রয়োজন স্বপ্ন আছে বলে আজ ভালোবাসার এত আয়োজন ৷ একটা সুন্দর মনের দেখা পাবো বলে অপেক্ষাই আছি সারাক্ষণ
Heart Touching Love Shayari in Bangla
দেয়ালে দেয়ালে খেয়ালে খেয়ালে
হিসেবে বেহিসাবে তোমাকে খুঁজি,
হারালে আড়ালে-আড়ালে কোথায়
ফিরে তুমি আর আসবে না বুঝি।
খুঁজিনি কারো মন তোমার মন পাব বলে,
ধরিনি কারো হাত তোমার হাত ধরবো বলে
হাঁটেনি কারো সাথে তোমার সাথে হাঁটবো বলে
কাউকে বাসিনি ভালো তোমাকে ভালবাসি বলে
ভালোবাসা মানে সবার মাঝে থেকেও তোকে নিয়ে গড়ে তোলা অন্য একটা পৃথিবী
ভালোবাসা সত্যি হলে দুরুত্ব যতই হোক না কেন! ভালোবাসা কখনো কমে যাই না
ভালোবাসার জন্য কিছু সেরা লাইন
তোমায় দেখে মনের মাঝে উঠলো প্রেমের ঝড় আপন করে রাখবো তোমায় হতে দিবনা পর
ও আমার জানের ময়না পাখি তুমি ছাড়া কেমনে একা থাকি, আমাকে দিও না আর ফাঁকি এখনো অনেক কথা বলা বাকি
Bangla Shayari Love With Photo
উড়ো চিঠি তোমার নামে পাঠিয়ে দিলাম নীল খামে ইচ্ছে হলে পড়ে দেখো পাড়লে মনে একটু রেখো।
Sad Love Shayari in Bengali
যদি আস্তে আস্তে কমে যাই কথা আর গল্প
তবে বুঝে নিও সে পেয়ে গেছে
তোমার বিকল্প।"
আজকেও সেই দিনগুলো
ভেবে হেসে ঊঠি যেদিন তোমার
সাথে প্রথম দেখেই প্রেম হয়ে গিয়েছিল।
তোমাকে অনেক কিছু বলার আছে কিন্তুু কখনও তোমায় পাই না আবার কখনও শব্দ খুঁজে পাই না।"
ভালোবাসা নিয়ে শায়ারি – Bengali Shayari on Love
যখন ভালোবাসা বেহিসাব তখন হিসাব কিসের দিবো। আর যে নিজেই একটি গোলাপ তাকে গোলাপ কি দিবো
Bengali Shayari on Love for Status
তোমার জন্য ভালোবাসা তোমার জন্য স্বপ্ন.. তোমার জন্য মনের মাঝে আছে হাজার হাজার গল্প।
Best Bangla Love Shayari SMS
তোকে ভালোবাসি শত বারানও
তোর ছেড়ে দূরে যাবো না,
হাজার কারণেও ..!
তুমি আমরা নদীর মাঝে একমাত্র কুল,
তুমি আমার ভালোবাসা প্রথম গোলাপ ফুল
লোক সমাজে এখন আমি করি না আর ভয়, তোমায় নিয়ে ভালোবাসার করবো আমি জয়
তোমায় নিয়ে চলে যাবা দূর বহুদূর.. শুধু আমায় দিত্ত জায়গা তোমার মনের ঘরে..!
ধন্যবাদ বন্ধুরা, বাংলা ভালোবাসার শায়ারি সংগ্রহটি সম্পূর্ণ পড়ার জন্য। যদি এই বিশেষে Bangla love shayari ভালো লেগে থাকে তবে অবশই নিজের প্রিজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আরো নানান বাংলা রোমান্টিক শায়ারি পড়ার জন্যই এই ওয়েবসাইটিতে সার্চ করতে পারেন।