75+ Best Bangla Love Shayari | প্রেমের রোমান্টিক এসএমএস

  • Reading time:10 mins read

Bangla Love Shayari – নমস্কার বন্ধুরা! 💖 আজকের পোস্টে আমরা আপনাদের জন্য কিছু সেরা প্রেমের শায়েরী (Premer Shayari Bangla) নিয়ে এসেছি।

👉 আপনি কি প্রেমিক-প্রেমিকার জন্য রোমান্টিক শায়েরি খুঁজছেন?
তাহলে এই পোস্টটি শুধুমাত্র আপনার জন্য!

এখান থেকে আপনি সহজেই Bangla Love Shayari ফটো বা Bengali Love Shayari কপি করে নিতে পারেন।
📌 এগুলো WhatsApp Status, Facebook, Instagram, বা সরাসরি প্রিয়জনের সাথে শেয়ার করুন!

Bangla Love Shayari – প্রেমের রোমান্টিক এসএমএস

আমার অসীম ভালোবাসা শুধুই তোমার জন্য
ভালোবেসে আপন করো তবেই আমি হবো ধন্য।
ভালোবাসি তোমায় আমি ভালোবেসেই যাবো
আমার মনের একটাই আশা শুধু তোমাকেই পাবো।

Bengali Love Shayari for Couple

Bhalobasi Ami Tomai Bhalobesi Jabo
Amar Moner Ektai Asha Shudhu Tomakei Pabo
Love Shayari in Bengali for Girlfriend

প্রেমিকের জন্য বাংলা ভালোবাসার শায়েরী

ভালোবাসার মাঝে সুখ আছে,
ভালো থাকার মাঝে কষ্ট আছে
দুরে রাখার মাঝে টান আছে
মনে রাখার মাঝে প্রান আছে৷
Bhalobasar mujhe ache shuk,
Bhalo thakar majhe kosto ache
Dure rakhar majhe tan ache
Mone rakhar majhe prean ache

কিছু সেরা বাংলা প্রেমের শায়ারি – Bengali Romantic Shayari

আরো পড়ুন – Bangla Love Quotes

আরো পড়ুন: Romantic Love Quotes in Bengali collection

ফুল চাই ফুটত পাখি চায় উড়তে
মন চায় হাসতে হৃদয় চায়
তোমায় ভালোবাসতে।
Romantic Love Bangla Shayari for Couple
Phol chai futte pakhai chai udte mon chai haste
Hridoy chai tomake bhalobaste

Best Romantic Bangla Shayari for Lovers

ঝিরি ঝিরি বৃষ্টি পরে তোমার কথা মনে পড়ে,
বলো তুমি কেমন আছো আমাকে কি ভুলে গেছে৷
Jiri jiri bristi pore tomar kotha mone pore
Bolo tumi kemon acho amake ki vula gacho
Romantic Love Shayari in Bangla Medium
দিন যায় রাত আসে স্বপ্নে দেখি তুমি পাশে 
তোমায় যখন ছুঁতে যাই স্বপ্ন তখন ভেঙে যায়।
Din jai rat ase swapno dekhi 
tumi pashe jokhon tomay chute jai 
Takhn swapno bhange jai
Romantic Shayari for Love in Bengali Font

Sad Love Shayari Bangla

বলবোনা ভালোবাসি, করবো না জোর।
ইচ্ছা হলে ফিরে আসিস, জায়গাটা শুধুই তোর ৷
Bolbo na valobasi korbo na jor
Icche hole fire asis jaiga ta shudu tor
Sad Love Bangla Romantic Shayari
"পুরো দুনিয়ার জন্য তুমি শুধু একজন মানুষ,
কিন্তু আমার কাছে তুমিই আমার পুরো দুনিয়া .."
Puro jonno tumi shudhu ekjon manush kintu
Amar kache tumie amar puro duniya
রাত নয় চাদ আমি, সেই চাদের আলো তুমি।
মাটি নয় ফুল আমি, সেই ফুলের কলি তুমি।
আকাশ নয় মেঘ আমি, সেই মেঘের বৃষ্টি তুমি।
এভোবই মিশে থাকব, তুমি আর আমি।

Bengali Love Shayari in English Font

Raat noi chand ami, sei chander aalo timi,
Maati noi phol ami sei phular koli tumi,
Aksha noi megh ami sei megaher bristi tumi
Ai bhabei mishe thakbo tumi ar ami
#Bangla Love Shayari
চাঁদ তমি যেমন রাতকে ভালোবাসো,
আমিও তেমনি একজনকে ভালবাসি।
তোমার ভালবাসা যেমন কেউ বোঝেনা
তেমনি আমার ভালবাসা সে বোঝেনা।

Bengali Love Shayari for Couples

উড়ো মেঘের গায়ে গায়ে, তোর চিঠি থাক লেখা।
ইচ্ছেমত নেব পড়ে, থাকব যখন একা।
Bangla Valobashar Shayari for Lover
যদি তুমি ভালোবাসো মোরে তবে কখনো
যেওনা চলে দূরে সারাজীবন আমায় তুমি বুকে
টেনে রেখো আমার স্মৃতি মনের মাঝে যত্ন করে রেখো

রোমান্টিক ভালোবাসার শায়ারি প্রেমিকার জন্য

লাল গোলাপের পাপড়ি দিয়ে লিখবো তোমার
নাম হাজার পাখির সুর দিয়ে গাইবো তোমার গান
তুমি আমার জান আমি আমার আশা তোমার জন্য
রইল আমার অনেক ভালোবাসা
Romantic Shayari for Gf in Bengali, ভালোবাসার শায়ারি

Emotional Love Shayari in Bengali

আমাকে ছাড়া যদি সুখি হতে পারো,
তাহলে আর ফিরে এসো না।
কিন্তু আমি হীনা তুমি যদি কষ্টে থাকো,
তবে ফিরে এসো আগের মতোই
ভালোবাসবো তোমাই কথা দিলাম।

Bangla Romantic Line for SMS

তোকে চাই ভালোবাসাতে তোকে চাই
হাজার কষ্টের মধ্যে রাখতে
তোকে চাই প্রতিটা আনন্দের মূহুর্তে
তোকে চাই আমার কষ্টের সঙ্গী হিসাবে
তোকে চাই প্রতিটা সকাল
তোকে চাই সারাটাজীবন এর জন্য।
জীবনকে খুঁজতে গিয়ে তোমাকে পেয়েছি
নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি,
জানতাম না কাকে বলে ভালোবাসা,
ভালোবাসার মানে শিখিয়েছো তুমি।
Best Love Shayari in Bengali Font for Status
মন আছে বলে আজ ভালোবাসার
খুব প্রয়োজন স্বপ্ন আছে বলে
আজ ভালোবাসার এত আয়োজন ৷
একটা সুন্দর মনের দেখা পাবো
বলে অপেক্ষাই আছি সারাক্ষণ
Bhalobasar Shayari Bangla

Heart Touching Love Shayari in Bangla

দেয়ালে দেয়ালে খেয়ালে খেয়ালে
হিসেবে বেহিসাবে তোমাকে খুঁজি,
হারালে আড়ালে-আড়ালে কোথায় 
ফিরে তুমি আর আসবে না বুঝি।
Romantic Love Shayari in Bengali
খুঁজিনি কারো মন তোমার মন পাব বলে,
ধরিনি কারো হাত তোমার হাত ধরবো বলে
হাঁটেনি কারো সাথে তোমার সাথে হাঁটবো বলে
কাউকে বাসিনি ভালো তোমাকে ভালবাসি বলে
পৃথিবীটা তোমার থাক পড়লে একটু নীল দিও,
আকাশ টা তোমার থাক পড়লে একটু তারা দিও
মেঘটা তোমার থাক পড়লে একটু ভিজতে দিও
মনটা তোমারি থাক পড়লে একটু জায়গা দিও

Bengali Romantic Love Line – লাভ সায়েরি বাংলা

Bengali Love Shayari, Premer Romantic Lines in Bangla Text

Bhalobashar Shayari Bangla – প্রেমের লাইন

ভালোবাসা মানে সবার মাঝে থেকেও
তোকে নিয়ে গড়ে তোলা অন্য একটা পৃথিবী
ভালোবাসা সত্যি হলে দুরুত্ব যতই হোক না কেন!
ভালোবাসা কখনো কমে যাই না

ভালোবাসার জন্য কিছু সেরা লাইন

তোমায় দেখে মনের মাঝে উঠলো প্রেমের ঝড়
আপন করে রাখবো তোমায় হতে দিবনা পর
ও আমার জানের ময়না পাখি
তুমি ছাড়া কেমনে একা থাকি,
আমাকে দিও না আর ফাঁকি
এখনো অনেক কথা বলা বাকি

Bangla Shayari Love With Photo

উড়ো চিঠি তোমার নামে
পাঠিয়ে দিলাম নীল খামে
ইচ্ছে হলে পড়ে দেখো
পাড়লে মনে একটু রেখো।
Bhalobasa Shayari Bangla

Sad Love Shayari in Bengali

যদি আস্তে আস্তে কমে যাই কথা আর গল্প 
তবে বুঝে নিও সে পেয়ে গেছে 
তোমার বিকল্প।"
আজকেও সেই দিনগুলো 
ভেবে হেসে ঊঠি যেদিন তোমার 
সাথে প্রথম দেখেই প্রেম হয়ে গিয়েছিল।
তোমাকে অনেক কিছু বলার আছে
কিন্তুু কখনও তোমায় পাই না
আবার কখনও শব্দ খুঁজে পাই না।"

ভালোবাসা নিয়ে শায়ারি – Bengali Shayari on Love

যখন ভালোবাসা বেহিসাব তখন
হিসাব কিসের দিবো। আর যে নিজেই
একটি গোলাপ তাকে গোলাপ কি দিবো
Bangla Shayari on Love

Bengali Shayari on Love for Status

তোমার জন্য ভালোবাসা তোমার জন্য স্বপ্ন..
তোমার জন্য মনের মাঝে আছে হাজার হাজার গল্প।
Love Shayari Bangla

Best Bangla Love Shayari SMS

তোকে ভালোবাসি শত বারানও
তোর ছেড়ে দূরে যাবো না, 
হাজার কারণেও ..!
তুমি আমরা নদীর মাঝে একমাত্র কুল,
তুমি আমার ভালোবাসা প্রথম গোলাপ ফুল
লোক সমাজে এখন আমি করি না আর ভয়,
তোমায় নিয়ে ভালোবাসার করবো আমি জয়
তোমায় নিয়ে চলে যাবা দূর বহুদূর..
শুধু আমায় দিত্ত জায়গা তোমার মনের ঘরে..!

ধন্যবাদ বন্ধুরা, বাংলা ভালোবাসার শায়ারি সংগ্রহটি সম্পূর্ণ পড়ার জন্য। যদি এই বিশেষে Bangla love shayari ভালো লেগে থাকে তবে অবশই নিজের প্রিজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আরো নানান বাংলা রোমান্টিক শায়ারি পড়ার জন্যই এই ওয়েবসাইটিতে সার্চ করতে পারেন।