ভারতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কয়টি? এবং তাদের তালিকা

You are currently viewing ভারতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কয়টি? এবং তাদের তালিকা
Bharater Cricket Stadium er Talika

ভারতের ক্রিকেট স্টেডিয়াম ২০২২ – নমস্কার, আজ আমরা এই পোস্টের মাধ্যমে ভারতে কয়টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম রয়েছে সেই ব্যাপারে তথ্য তুলে ধরবো। ভারতে ক্রিকেট কতটা জনপ্রিয় তা সকলে জানে, ক্রিকেট খেলা ইংল্যান্ডের দ্বারা সৃষ্টি করা হলেও ভারতে সব থেকে বেশি ক্রিকেট অনুগামীরা রয়েছে। সেই কারণে ভারতে যখন কোনো স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয় তখন ক্রিকেট ফ্যানস এর দ্বারা ভারতের ক্রিকেট স্টেডিয়াম সম্পূর্ণ ভাবে পূর্ণ হয়ে যায়। আপনি নিশ্চই জানেন যে অস্ট্রেলিয়ায় সর্বাধিক আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপ জয়ের রেকর্ড রয়েছে, ভারত এখনও পর্যন্ত দু’বার বিশ্বকাপ ও একটি T ২০ বিশ্বকাপ জয় করেছে।

প্রথমবারের টা কপিল দেবের নেতৃত্বে এবং দ্বিতীয় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দ্বিতীয় বিশ্বকাপ জিতেছিল ভারত। বিশ্বকাপ একটি দেশের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এই স্টেডিয়ামে এই সমস্ত বিষয় যত্ন নেওয়া হয় যা কোনও আন্তর্জাতিক ম্যাচে প্রয়োজন। ভারতে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ ছাড়াও একটি ঘরোয়া প্রিমিয়ার লিগ রয়েছে যা প্রতি বছর আইপিএল নামে পরিচিত। এর সমস্ত ম্যাচ ভারতবর্ষের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন – ক্রিকেট খেলার ইতিহাস

ভারতে কয়টি ক্রিকেট স্টেডিয়াম রয়েছে? (Best Cricket Stadiums Of India)

ভারতের বিভিন্ন রাজ্যে মিলে মোট ৫২ টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম রয়েছে। যা বিশ্বের যে কোনো দেশের তুলনায় সব থেকে বেশি আন্তর্জাতিক ক্রিকেট থাকার রেকড। ক্রিকেট ফ্যানসরা এটা জেনে খুব গর্বিত হবে ভারতবর্ষ তথা বিশ্বের সবথেকে বড়ো ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্রমোদী ক্রিকেট স্টিডিয়াম যা মোতেরা স্টেডিয়াম হিসেবেও পরিচিত সেটি গুজরাটের আমেদাবাদ শহর অবস্থিত।

এছাড়া পশ্চিমবঙ্গের একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট স্টিডিয়াম ইডেন গার্ডেন যা ভারতবৰ্ষেৰ দ্বিতীয় বৃহত্তম তথা বিশ্বের তৃতীয় সব থেকে বড় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

যদিও ভারতে একদিক আন্তজাতিক ক্রিকেট স্টেডিয়াম রয়েছে তবুও বেশির ভাগ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ বড়ো বড়ো শহরের আন্তজাতিক ক্রিকেট স্টেডিয়াম গুলোতে হয়ে থাকে। তবে আর দেরি না করে ভারতের মোট কয়টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম রয়েছে তার একটি তালিকা নিম্নে প্রস্তুত করা হল –

ভারতের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের তালিকা

ভারতের বিভিন্ন রাজ্যের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একটি সম্পূর্ণ তালিকা – (List of Best Cricket Stadium in India)

রাজ্যের নামভারতের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
মহারাষ্ট্র১. ওয়াংখেড়ে স্টেডিয়াম (মুম্বাই)
২. ব্র্যাবর্ন স্টেডিয়াম (মুম্বাই)
৩. জিমখানা স্টেডিয়াম (মুম্বাই)
৪. বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম (নাগপুর)
৫. বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড (নাগপুর)
৬. মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম (পুনে)
৭ নেহেরু স্টেডিয়াম (পুনে)
গুজরাট১.সরদার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম (আহমেদাবাদ)
২. নরেন্দ্র মোদী স্টেডিয়াম (আহমেদাবাদ)
৩.সৌরাস্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম (রাজকোট)
৪. মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট গ্রাউন্ড (রাজকোট)
৫. মতিবাগ স্টেডিয়াম (বরোদা)
৬. আইপিসিএল স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ড (বরোদা)
উত্তরপ্রদেশ১. ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়াম (লখনৌ)
২. কে ডি সিং বাবু স্টেডিয়াম (লখনউ)
৩. বিশ্ববিদ্যালয় গ্রাউন্ড (লখনউ)
৪. গ্রিন পার্ক স্টেডিয়াম (কানপুর)
৫. গ্রেটার নয়েডা স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ড (গ্রেটার নয়েডা)
অন্ধ্র প্রদেশ১. ইন্দিরা গান্ধী স্টেডিয়াম (বিজয়ওয়াদা)
২. ইন্দিরা প্রিয়দর্শিনী স্টেডিয়াম (বিশাখাপত্তনম)
৩. রাজশেখড়া রেড্ডি ক্রিকেট স্টেডিয়াম (বিশাখাপত্তনম)
পাঞ্জাব১. পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়াম (মহালী)
২. গান্ধী স্টেডিয়াম (জলন্ধর)
৩. গান্ধী স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ড (অমৃতসর)
মধ্য প্রদেশ১. হলকার স্টেডিয়াম (ইন্দোর)
২. নেহেরু স্টেডিয়াম (ইন্দোর)
৩. ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়াম (গোয়ালিয়র)
দিল্লি১. অরুণ জেটলি স্টেডিয়াম প্রাক্তন নাম ফিরোজ শাহ কোটলা
২. জওহরলাল নেহেরু স্টেডিয়াম (দিল্লি)
জম্মু ও কাশ্মীর১. শের ই কাশ্মীর স্টেডিয়াম (শ্রীনগর)
রাজস্থান১. সওয়াই মানসিংহ স্টেডিয়াম (জয়পুর)
২. বরকতউল্লাহ খান স্টেডিয়াম (যোধপুর)
হিমাচল প্রদেশ১. হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম (ধর্মশালা)
কেরালা১. গ্রিন ফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়াম (তিরুবনন্তপুরম)
২. জওহরলাল নেহেরু স্টেডিয়াম (কোচি)
৩. বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম (তিরুবনন্তপুরম)
তেলেঙ্গানা১. লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম (হায়দরাবাদ)
২. রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (হায়দরাবাদ)
তামিলনাড়ু১. এম। চিদাম্বরম স্টেডিয়াম (চেন্নাই)
২. জওহরলাল নেহেরু স্টেডিয়াম (চেন্নাই)
ওড়িশা১. বড়বাতি স্টেডিয়াম (কটক)
পশ্চিমবঙ্গ১. ইডেন গার্ডেন (কলকাতা)
বিহার১. মোহন -উল-হক স্টেডিয়াম (পাটনা)
আসাম১. নেহেরু স্টেডিয়াম (গুয়াহাটি)
২. বার্সাপাড়া ক্রিকেট স্টেডিয়াম (গুয়াহাটি)
কর্ণাটক১. এম চিন্নাস্বামী স্টেডিয়াম (বেঙ্গালুরু)
চণ্ডীগড়১. সেক্টর 16 স্টেডিয়াম (চণ্ডীগড়)
হরিয়ানা১. নাহার সিং স্টেডিয়াম (ফরিদাবাদ)
গোয়া১. ফাতর্ডা স্টেডিয়াম (মারগাও)
ভারতের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের তালিকা

ভারতের ক্রিকেট স্টেডিয়াম সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর

ভারতে মোট কয়টি ক্রিকেট স্টেডিয়াম আছে সেই ব্যাপারে আপনি উপরের তালিকে থাকে জেনে গেছেন। ভারতের ক্রিকেট স্টেডিয়ামের নাম গুলি ছাড়াও ক্রিকেট ফ্যানসরা আরো তথ্য জানতে চাই সেই কারণে নিম্নে FAQ মাধ্যমে কিছু ক্রিকেট স্টেডিয়াম সম্পর্কিত উত্তর দেয়া হলো।

বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোনটি?

নরেন্দ্র মোদী স্টেডিয়াম, সাধারণত যা মোতেরা স্টেডিয়াম হিসেবেও পরিচিত, এটি ভারতের গুজরাটের আহমেদাবাদে সরদার প্যাটেল স্পোর্টস এনক্লেভের অভ্যন্তরে অবস্থিত। ২০২১ সালের হিসাবে, এটি বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম এবং বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম যেখানে প্রায় ১ লক্ষের বেশি দর্শক একসাথে বসে ক্রিকেট খেলা উপভোগ করতে ।স্টেডিয়ামটিতে তিনটি অনুশীলন ক্ষেত্র, ৭৬ টি কর্পোরেট বক্স এবং চারটি ড্রেসিংরুম রয়েছে।

ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি স্টেডিয়াম ক্রিকেট রয়েছে?

মহারাষ্ট্র, ভারতের এই রাজ্যে মোট ৭টি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম রয়েছে যা সব থেকে বেশি। ও দ্বিতীয়ে রয়েছে আমেদাবাদ যেখনে মোট ৬টি অন্তর্জাতিক ক্রিকেট রয়েছে।

ভারতের সব থেকে ছোট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কোনটি?

দিল্লির ফিরোজ শাহ কোটলা মাঠটি আকার অনুসারে সবচেয়ে ছোট আন্তর্জাতিক ক্রিকেট মাঠ। বর্গাকার সীমানা ৫৬মিটার এবং সোজা সীমানা ৬০মিটার।

পশ্চিমবঙ্গে কয়টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আছে?

কলকাতার ইডেন গার্ডেন যা পশ্চিমবঙ্গের একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট।

Final Word

আশা করি এই পোস্টির মাধ্যমে ভারতে মোট কয়টি ক্রিকেট স্টেডিয়াম রয়েছে ও তাদের নাম সম্পর্কে তথ্যটি জানতে পেরেছেন। এই পোস্টি যদি ভালো লেগে থাকে তবে অবশই সোশ্যাল মিডিয়ায় অথবা আপনার ক্রিকেট প্রেমী বন্ধুদের শেয়ার করুন, ধন্যবাদ।